ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অগ্নিকাণ্ডের ঘটনা নাকি নাশকতা খতিয়ে দেখা হবে ॥ হানিফ

প্রকাশিত: ০৯:২৭, ২ এপ্রিল ২০১৯

অগ্নিকাণ্ডের ঘটনা নাকি নাশকতা খতিয়ে দেখা হবে ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১ এপ্রিল ॥ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, এফআর টাওয়ার, ডিএনসিসহ একের পর এক অগ্নিকা-ের ঘটনা দুর্ঘটনা নাকি নাশকতা সে বিষয়টি উড়িয়ে দেয়া যাচ্ছে না। সোমবার দুপুরে হানিফ কুষ্টিয়া পৌরসভার ১৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১৪ দিনব্যাপী নানা আয়োজনের উদ্বোধনের আগে ‘এফআর টাওয়ারের মালিক তাসভিরুল আলমকে গ্রেফতার রাজনৈতিক কারণে’ বিএনপির এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে এসব কথা বলেন। তিনি বলেন, বেগম খালেদজিয়া বাংলাদেশে ৯৩ দিন আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার যে রাজনীতি শুরু করেছিল তা মানুষ ভোলেনি। সে কারণেই এই অগ্নিকা-ের ঘটনার পেছনেও কোন নাশকতামূলক ষড়যন্ত্র জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে। এ সময় পৌর মেয়র আনোয়ার আলী, জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলীসহ কাউন্সিলরবৃন্দ উপস্থত ছিলেন। এর আগে পৌর মেয়র আনোয়ার আলীর নেতৃত্বে পৌর নাগরিক, পৌর কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহণে কুষ্টিয়া শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌর চত্বরে এসে শেষ হয়। নওগাঁয় বিরল প্রজাতির নীলগাই উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ এপ্রিল ॥ এবার পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের কানুপাড়া এলাকার একটি আমবাগান থেকে বিরল প্রজাতির নীলগাই উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে নীলগাইটি উদ্ধার করেছে এলাকাবাসী। জানা গেছে, বিরল প্রজাতির নীলগাইটি কানুপাড়া গ্রামের একটি আম বাগানে ছিল। ভোরে স্থানীয়রা নীলগাইটি দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে গ্রামবাসীর সহযোগিতায় আমবাগান থেকে নীলগাইটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, এর আগে গত ২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার জোত বাজার এলাকা থেকে একটি নীলগাই উদ্ধার করে এলাকাবাসী।
×