ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় পাটকল শ্রমিকদের লাঠি মিছিল

প্রকাশিত: ০৯:২৫, ২ এপ্রিল ২০১৯

খুলনায় পাটকল শ্রমিকদের লাঠি মিছিল

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ নিয়মিত সাপ্তাহিক মজুরি ও বেতন প্রদান, সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছে খুলনা-যশোর অঞ্চলের ৯ রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। ঘোষিত কর্মসূচী অনুযায়ী সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা রাজপথে লাল পতাকাসহ লাঠি মিছিল করেছে। আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্রতিটি পাটকলে টানা ৭২ ঘণ্টার ধর্মঘট পালন এবং প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজপথ ও রেলপথ অবরোধ করা হবে। শ্রমিক নেতারা বলেন, ২৮ মার্চের মধ্যে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় শ্রমিকেরা বাধ্য হয়ে আবার এই অন্দোলন শুরু করেছে। অবিলম্বে দাবি মানা না হলে আগামী ৭ এপ্রিল ঢাকায় পাটকল শ্রমিকলীগ ও সিবিএ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে নেতারা জানান। রাষ্টায়ত্ত পাটকল শ্রমিকদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে, নিয়মিত সাপ্তাহিক মজুরি ও বেতন-ভাতা প্রদান, সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পিএফ-গ্র্র্যাচুইটি ও মৃত শ্রমিকদের বীমার বকেয়া প্রদান, টার্মিনেশন ও বরখাস্তকৃত শ্রমিকদের কাজে পুনর্বহাল, সেটআপ অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাট কেনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করা প্রভৃতি। নেতারা বলেন, এই দাবিতে মার্চ মাসের প্রথম দিকে খুলনাসহ সারাদেশের রাষ্টায়ত্ত পাটকলের শ্রমিকরা বিক্ষোভ মিছিল, শ্রমিক সমাবেশ, লাল পতাকা হাতে বিক্ষোভ মিছিল এবং পাটকলে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করে। কর্মসূচী পালনের এক পর্যায়ে দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে ২৮ মার্চ পর্যন্ত আন্দোলনের কর্মসূচী স্থগিত করা হয়। কিন্তু প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আবার আন্দোলনে যেতে বাধ্য হয়েছে শ্রমিকরা। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক ও ক্রিসেন্ট জুট মিলের সিবিএ সভাপতি মুরাদ হোসেন বলেন, মজুরি কমিশন বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করা হচ্ছে না। এছাড়া ৬ থেকে ৮ সপ্তাহের মজুরি বকেয়া থাকায় অর্থাভাবে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নামতে হয়েছে। রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, বকেয়া বেতন ভাতা পরিশোধসহ ৯ দফা দাবিতে এবার লাঠি মিছিল করেছে রাজশাহী পাটকল শ্রমিকরা। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালী এলাকায় জড়ো হয়ে শ্রমিকরা লাঠি মিছিল করে। এসময় তারা পাটকলের উর্ধতন কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দেয়। সোমবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে আজ মঙ্গলবার থেকে টানা ৭২ ঘণ্টার ধর্মঘটের আল্টিমেটামও দেয় শ্রমিকরা। আধা ঘণ্টাব্যাপী বিক্ষোভে সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশী পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পাটকল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান জানান, জানুয়ারি মাস থেকে তাদের বেতন ও ভাতা বন্ধ রয়েছে। বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতা প্রদানসহ ৯ দফা দাবিতে তারা রবিবার থেকে আন্দোলন শুরু করে। পাটকল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান বলেন, তাদের দাবি মানা না হলে মঙ্গলবার থেকে লাগাতার ধর্মঘটের কর্মসূচী দিতে বাধ্য হবে শ্রমিকরা। সীতাকুণ্ড নিজস্ব সংবাদদাতা সীতাকুণ্ড থেকে জানান, মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবি আদায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু-ে লাঠি ও লাল পতাকা মিছিল করেছে রাষ্ট্রয়ত্ত ৪টি পাটকল কারখানার হাজারো শ্রমিক কর্মচারী। সোমবার সকাল সাড়ে ৯ টায় কেন্দ্রীয় সিদ্ধান্তে উপজেলার অন্য পাটকল কারখানার পাশপাশি গ্রালফ্রা হাবিব কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে এ লাঠি মিছিল করে। মিছিল শেষে কারখানা প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গালফ্রা হাবিব সিবিএ সভাপতি শরিয়ত উল্ল্যাহ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম পাটোয়ারী, শফি উল্ল্যাহ প্রমুখ। এ সময় নেতারা বলেন, সরকারীভাবে বিভিন্ন কারখানায় মজুরি কমিশন বাস্তবায়ন হলেও পাটকল প্রতিষ্ঠানে এখনো মজুরি কমিশন বাস্তবায়িত হয়নি। এতে শ্রমিকরা নিজেদের ন্যায্য পাওনা বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবি বাস্তবায়ন না হলে মঙ্গলবার থেকে টানা ৭২ ঘণ্টা রাজপথ ও রেলপথে অবরোধ কর্মসূচী পালন করার ঘোষণা দেন।
×