ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝিকরগাছায় স্বামীর আঘাতে আহত স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৯:২২, ২ এপ্রিল ২০১৯

ঝিকরগাছায় স্বামীর আঘাতে আহত স্ত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছায় সুখজান বিবি নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। স্বামী কুদ্দুস আলী গত বৃহস্পতিবার সুখজানের মুখ ও বুক শিল দিয়ে থেঁতলে দেয় বলে অভিযোগ। আর সোমবার সকালে সুখজানের মৃত্যু হয়। নিহত সুখজান ঝিকরগাছা উপজেলার রাজবাড়ি গ্রামের কুদ্দুস আলীর স্ত্রী। তার লাশ সোমবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়েছে। সুখজানের ভাই মাজহারুল ইসলাম জানান, স্বামী-স্ত্রী দুজনেই লেবারের কাজ করত। গত বৃহস্পতিবার দুপুরে কুদ্দুস আলী সুখজানের কাছে ব্যবসা করবে বলে দুই লাখ টাকা দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিল-পাটা দিয়ে সুখজানের মুখ ও বুক থেঁতলে দেয় কুদ্দুস। এ সময় স্থানীয়রা তাকে বাগ আঁচড়া মমতা ক্লিনিক নিয়ে যান। সেখান থেকে শনিবার যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে অবস্থা খুব খারাপ হওয়ায় যশোর জেনারেল হাসপাতাল থেকে তাকে খুলনায় রেফার্ড করা হয়। কিন্তু অর্থের অভাবে তাকে আবার বাড়িতে নেয়া হয়। সেখান থেকে সোমবার খুলনায় নেয়ার পথে মারা যান সুখজান। পুলিশ জানায়, কুদ্দুস আলী একজন নেশাগ্রস্ত লোক। তাই দুইজনে লেবারের কাজ করলেও সংসারের অভাব লেগেই থাকত। এ নিয়ে প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো। বৃহস্পতিবার এমন একটি ঘটনার জের ধরে কুদ্দুস তার স্ত্রীর বুক ও মুখ থেঁতলে দেয়।
×