ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসটিআই’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:১৬, ২ এপ্রিল ২০১৯

বিএসটিআই’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএসটিআই মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইনের সভাপতিত্বে সার্ক-পিটিবি প্রকল্পের দুই উর্ধতন কর্মকর্তা এশিয়ার প্রতিনিধি মেজনার এবং কনসালট্যান্ট ড. ভিটি চিটনিসের সঙ্গে বিএসটিআইর সকল পরিচালক এবং এনএমএলের টেকনিক্যাল কর্মকর্তাগণের সমন্বয়ে সোমবার একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএসটিআইর ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ, মাস এবং ভলিউমের ওপর ইন্টার ল্যাবরেটরি কম্পারিসন (আইএলসি) এবং কারিগরি সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এনএমএলের ক্যালিব্রেশন এ্যান্ড মেজারমেন্ট ক্যাপাবিলিটির ওহঃবৎহধঃরড়হধষ ইঁৎবধঁ ড়ভ ডবরমযঃং ্ গবধংঁৎবং (ইওচগ) কি কম্পারিসন ডাটা বেজে (কঈউই) প্রকাশের ব্যাপারে চঞই (ন্যাশনাল মেট্রোলজি ইনস্টিটিউট) জার্মানিকে সহযোগিতা প্রদানের জন্য মি. মিজনারকে অনুরোধ জানানো হয়। আলোচনাকালে বিএসটিআই, মহাপরিচালক সার্ক-পিটিবি প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরির উন্নয়নসহ কারিগরি প্রশিক্ষণের সকল প্রকার সহযোগিতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সভায় পরিচালক (মেট্রোলজি) আনোয়ার হোসেন মোল্লা প্রকল্পের মাধ্যমে সহযোগিতা প্রদান করার জন্য কনসালট্যান্টদের প্রতি আহ্বান জানান। -বিজ্ঞপ্তি
×