ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে ম্যারিকো

প্রকাশিত: ০৯:১৪, ২ এপ্রিল ২০১৯

অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে ম্যারিকো

শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত ১১ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য এই পরিমাণ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬১.৫৫ টাকা। ২৮ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮.৯৩ টাকায়। ঘোষিত অন্তর্বর্তীকালীন লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ এপ্রিল। -অর্থনৈতিক রিপোর্টার শেয়ার কিনবেন এসিআই লিমিটেডের পরিচালক শেয়ারবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের এক পরিচালক কোম্পানিটির দেড় লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির পরিচালক এম. আনিস উদ দৌলা ১ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয় করবেন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে তিনি এ পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×