ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচকের সামান্য উত্থান

প্রকাশিত: ০৯:১২, ২ এপ্রিল ২০১৯

শেয়ারবাজারে সূচকের সামান্য উত্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ সোমবার সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া ৪৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। সেখানে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার কারণে টাকার পরিমাণে লেনদেনও কিছুটা বেড়েছে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্টে বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৭৭ ও ১ হাজার ৯৭১ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪২৩ কোটি ৯৭ লাখ টাকার। যা আগের দিন থেকে ৬২ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩৬১ কোটি টাকার। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৩টি প্রতিষ্ঠানের। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৩টির বা ৪৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১২৬টির বা ৩৭ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৪টির বা ১৫ শতাংশ প্রতিষ্ঠানের। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটির ৩৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৫ কোটি ১৬ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং ২৫ কোটি ৯৩ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন। সার্বিক লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, মুন্নু সিরামিক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সিঙ্গারবিডি, আলিফ ইন্ডাস্ট্রি, জেএমআই সিরিঞ্জ এবং ডাচ-বাংলা ব্যাংক। এদিকে ডিএসইতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফার্স্ট ফাইন্যান্সের। রবিবার ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর ছিল ৫.৭০ টাকায়। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৫.৩০ টাকায়। ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর ০.৪০ টাকা বা ৭.০১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর হারানোর তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে এই তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার সিমেন্টের ৬.৮৮ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৬.০৬ শতাংশ, রেকিট বেনকিজারের ৪.৬১ শতাংশ, আরামিট সিমেন্টের ৪.১৮ শতাংশ, এসএস স্টিলের ৪.০১ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৩.৯৫ শতাংশ, জুট স্পিনার্সের ৩.৮০ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৩.৫০ শতাংশ এবং মতিন স্পিনিয়ের শেয়ার দর ৩.৪৯ শতাংশ কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৮২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৬টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। সিএসইতে ১৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×