ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মঙ্গলের জন্য মিনি কপ্টার

প্রকাশিত: ০৯:১২, ২ এপ্রিল ২০১৯

মঙ্গলের জন্য মিনি কপ্টার

মঙ্গল গ্রহের জন্য মিনি হেলিকপ্টারের পরীক্ষায় সফল হয়েছে নাসা। ২০২১ সালে কপ্টারটি সেখানে পাঠানোর পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এর আগে অন্যান্য গ্রহে অনুসন্ধান চালানোর জন্য মাটিতে রোভার ব্যবহারই ছিল একমাত্র পথ। ক্ষুদ্র এই কপ্টারের ওজন মাত্র ১.৮ কেজি। ক্যালিফোর্নিয়ার প্যাসাডিনায় নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরিতে একটি বায়ুশূন্য চেম্বারের মধ্য দিয়ে হেলিকপ্টারটি নির্দিষ্ট জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে –মিরর বায়ু শোধনকারী সাইকেল ভিয়েতনামের দ্য লাত শহরের থাং লাং গিফটেড হাইস্কুলের তিন শিক্ষার্থী পরীক্ষা চালিয়ে বিশেষ একটি বায়ু পরিশোধনকারী যন্ত্র বসানো সাইকেল তৈরি করেছে। যন্ত্রটি সাইকেলটির হাতলে বসানো থাকে। এতে রয়েছে তিন পরতের তুলা আর কার্বন শুষে নেয়া এমন এক ধরনের এ্যাক্টিভেটেড কার্বন ফ্যাব্রিক। যার কাজ হলো ধুলা আটকানো। সাইকেলটির সামনের চাকার দুই পাশে ছোট কয়েকটি পাখা বসানো থাকে। যার সঙ্গে যুক্ত রয়েছে ফিল্টার। সাইকেলটি যখন চলতে থাকে চালকের মুখের পরিশোধন করা বায়ু ছেড়ে দেয় এগুলো -বিবিসি।
×