ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১ ঘণ্টা এগোল ইউরোপের ঘড়ির কাঁটা

প্রকাশিত: ০৯:১১, ২ এপ্রিল ২০১৯

১ ঘণ্টা এগোল ইউরোপের ঘড়ির কাঁটা

ইউরোপ ও যুক্তরাজ্যে রবিবার মধ্যরাত থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়েছে। ৩১ মার্চ রাতে যখন একটা বাজে তখন তা এক ঘণ্টা এগিয়ে রাত দুটা করা হয়। ইউরোপজুড়ে দিনের আলো আরও ভালভাবে কাজে লাগানোর জন্য ঘড়ির কাঁটা এগিয়ে দেয়া হয়। ইউরোপে দুবার ঘড়ির কাঁটা পরিবর্তনের সিদ্ধান্ত হয়। আগামী ২৭ অক্টোবর তা আবার একঘণ্টা পিছিয়ে দেয়া হবে। -খবর গার্ডিয়ান যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে ৩১ মার্চ গ্রীষ্মকাল শুরু হয়েছে। এই সময় ব্রিটিশ সামার টাইম বা বিএসটি নামে পরিচিত। ১৯১৬ সালে গৃহীত সামার টাইম এ্যাক্ট অনুসারে একশ’ বছরের বেশি সময় ধরে ঘড়ির কাঁটা পরিবর্তন করা হয় যুক্তরাজ্যে। ২০০১ সাল থেকেই ইইউভুক্ত দেশগুলোর জন্য ঘড়ির কাঁটা এগিয়ে আনা বাধ্যতামূলক। এই উদ্যোগ দিনের আলো কাজে লাগানোর সময় বা ডিএসটি পরিকল্পনা নামে পরিচিত। ব্রেক্সিটের কারণে ভবিষ্যতে যুক্তরাজ্যের ঘড়ির কাঁটায় পরিবর্তন আসবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ইউরোপের অনেক দেশই ডিএসটি পরিকল্পনার বিরোধিতা করছে।
×