ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিমান দুর্ঘটনায় রুশ ধনকুবের নাতালিয়ার মৃত্যু

প্রকাশিত: ০৯:১১, ২ এপ্রিল ২০১৯

বিমান দুর্ঘটনায় রুশ ধনকুবের নাতালিয়ার মৃত্যু

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন্স এস-সেভেনের চেয়ারপার্সন ও সহ-স্বত্বাধিকারী দেশটির অন্যতম ধনকুবের নারী নাতালিয়া ফিলেভা (৫৫) বিমান দুর্ঘটনায় মারা গেছেন। রবিবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের কাছে বহনকারী ব্যক্তিগত জেট বিমানটি বিধ্বস্ত হয়ে নাতালিয়ার মৃত্যু হয়। সান ডিয়াগো ডন নেট। নাতালিয়া এস-সেভেন এয়ারলাইন্সের অধিকাংশ শেয়ারের মালিক ছিলেন। তিনি আন্তর্জাতিক ওয়ানওয়ার্ল্ড এয়ারলাইন্স জোটেরও সদস্য ছিলেন। ফোবর্স ম্যাগাজিন তার সম্পদের হিসাবকৃত পরিমাণ ৬০ কোটি ডলার বলে জানিয়েছিল। এক বিবৃতিতে সাইবেরিয়ান এয়ারলাইন্স নামে পরিচিত এস-সেভেন জানিয়েছে, ব্যক্তিগত ফ্লাইটের জন্য নক্সা করা একক ইঞ্জিনের এপিক-এলটি জেট বিমানটি ইগলসবাখ বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। জার্মানির হেস রাজ্য পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ছয় আসনের বিমানটিতে দুই যাত্রী ও পাইলট ছিলেন। ফ্রান্স থেকে যাবার পথে ইগলসবাখের কাছে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়।
×