ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম ॥ ‘দ্য হ্যাপি নিউজ’

প্রকাশিত: ০৯:১১, ২ এপ্রিল ২০১৯

অ ন ্য র ক ম ॥ ‘দ্য হ্যাপি নিউজ’

পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর দেখলে আপনার মনে হতে পারে পৃথিবীতে শুধু ভয়াবহ ঘটনাই ঘটছে এবং আমাদের ভীত থাকা উচিত। পত্রপত্রিকায় আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ, সহিংসতা, দুর্ঘটনার খবর দেখতে দেখতে ব্রিটেনের নাগরিক এমিলি কক্সহেড মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এক সময়। তখনই তার মাথায় চিন্তা আসে নতুন একটি পত্রিকা চালু করার যেখানে কোন দুঃখজনক ঘটনার খবর থাকবে না। থাকবে শুধু ভাল এবং ইতিবাচক খবর। সেই চিন্তা থেকেই ২০১৫ সালে কক্সহেড ‘দ্য হ্যাপি নিউজ’ নামের এই পত্রিকার জন্য তহবিল সংগ্রহ করা শুরু করেন। কক্সহেড বলেন, এটি ৩২ পৃষ্ঠার সম্পূর্ণ রঙিন একটি পত্রিকা। যার পুরোটা জুড়েই থাকে শুধু ইতিবাচক খবর। খবরের কাগজ সাধারণত ম্যাড়ম্যাড়ে হয় এবং ততটা রঙিনও হয় না। এই পত্রিকাটি এর ঠিক বিপরীত। -বিবিসি
×