ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অমিত শাহর সম্পত্তি সাত বছরে তিন গুণ, স্ত্রীর পাঁচ বছরে ১৬ গুণ

প্রকাশিত: ০৯:১০, ২ এপ্রিল ২০১৯

অমিত শাহর সম্পত্তি সাত বছরে তিন গুণ, স্ত্রীর পাঁচ বছরে ১৬ গুণ

লোকসভা ভোটের দামামা বেজে গেছে। সাত দফা ভোটের প্রথম দফা অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। নিয়ম অনুযায়ী, নির্বাচন কমিশনে সম্পত্তি, আয়ের হলফনামা দাখিল করছেন প্রার্থীরা। শনিবার হলফনামা দাখিল করেছেন অমিত শাহ। অমিত শাহের নামে ফৌজদারি মামলা রয়েছে চারটি। পশ্চিমবঙ্গে দুটি আর বিহারে দুটি। তবে কোনটিতেই দোষী সাব্যস্ত নন অমিত। অমিত পড়াশোনা করেছেন বি কম দ্বিতীয় বর্ষ পর্যন্ত। গান্ধীনগর (গুজরাট) থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অমিত। মোট সম্পত্তি স্থাবর-অস্থাবর মিলিয়ে ৩৮ কোটি ৮১ লাখ রুপীর নির্বাচন কমিশনে অমিত শাহের দেয়া হিসাব অনুযায়ী, তার নিজের হাতে নগদ রয়েছে ২০ হাজার ৬৩৩ রুপী। হলফনামা বলছে, শাহের স্ত্রীর হাতে নগদ রয়েছে ৭২ হাজার ৫৭৮ রুপী। অমিত শাহের ব্যাংকে জমা রয়েছে ২৭ লাখ ৮০ হাজার রুপী। তার স্থায়ী আমানতের পরিমাণ ৯ লাখ ৮০ হাজার রুপী। শাহের সস্ত্রীক বার্ষিক আয় (আয়কর রিটার্ন অনুযায়ী) ২ কোটি ৮৪ লাখ রুপী। আয়ের উৎস হিসেবে অমিত দেখিয়েছেন, রাজ্যসভা সাংসদের বেতন, ভাড়া দেয়া সম্পত্তি ও কৃষি। ব্যক্তিগত কোন গাড়ি নেই শাহের- এমনটাই বলা হয়েছে হলফনামায়। ২০১২ সালে অমিত শাহের ছিল ১১ কোটি ৭৯ লাখ রুপী। গত সাত বছরে সম্পত্তি বেড়েছে তিন গুণেরও বেশি। স্ত্রী সোনল শাহের সম্পত্তি গত পাঁচ বছরে ১৪ লাখ রুপী থেকে বেড়ে হয়েছে ২ দশমিক ৩ কোটি রুপী। অর্থাৎ ১৬ গুণ।-আনন্দবাজার
×