ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলা নববর্ষ সুষ্ঠুভাবে উদ্যাপনে ঢাবির কেন্দ্রীয় কমিটি গঠন

প্রকাশিত: ১৪:০১, ১ এপ্রিল ২০১৯

 বাংলা নববর্ষ সুষ্ঠুভাবে উদ্যাপনে ঢাবির কেন্দ্রীয় কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বছর ঘুরে আবারও আসছে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নাগরিক পহেলা বৈশাখের বড় একটি উদ্যাপন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা। এই বর্ণাঢ্য আনন্দ মিছিলকে কেন্দ্র করে পহেলা বৈশাখ সারাদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বাংলা নববর্ষ-১৪২৬ সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে ৩৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আনন্দময় পরিবেশে সতর্কতার সঙ্গে নববর্ষ উদ্যাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রবিবার উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন, রেজিস্ট্রার মোঃ এনামউজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, সিনেট-সিন্ডিকেট সদস্য, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, অফিস প্রধানগণ এবং বিভিন্ন সমিতির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনকে সদস্য সচিব করে ৩৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া শৃঙ্খলা উপ-কমিটি ও মঙ্গল শোভাযাত্রা উপ-কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৪১ সদস্যবিশিষ্ট শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এবং ৫১ সদস্যবিশিষ্ট মঙ্গল শোভাযাত্রা উপ-কমিটির আহ্বায়ক চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। সভায় উপ-কমিটিসমূহকে আগামী সাতদিনের মধ্যে সব ধরনের প্রক্রিয়া শেষ করার অনুরোধ করা হয়। এদিকে প্রতিবছরের ন্যায় ১৪ এপ্রিল সকালে চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। চারুকলা অনুষদ কর্তৃক প্রস্তুতকৃত মুখোশ শুধু হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। অন্য কোন মুখোশ পরিধান করা যাবে না। ক্যাম্পাসে নববর্ষের দিন সকল ধরনের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপন করে তা মনিটরিং করার জন্য পুলিশ কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
×