ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুসা বিন শমসেরের শুল্ক ফাঁকি মামলার প্রতিবেদন ৩০ এপ্রিল

প্রকাশিত: ১৪:০১, ১ এপ্রিল ২০১৯

 মুসা বিন শমসেরের শুল্ক ফাঁকি মামলার প্রতিবেদন ৩০ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ বিলাসবহুল গাড়ি নিবন্ধনে শুল্ক ফাঁকি ও সুইস ব্যাংকে অস্বচ্ছ হিসেব দাখিলের অভিযোগে মুসা বিন শমসেরের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ৩০ এপ্রিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছে আদালত। রবিবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন। আদালতের নিবন্ধন কর্মকর্তা জানান, বিলাসবহুল গাড়ি নিবন্ধনে ২ কোটি ১৭ লাখ টাকা শুল্ক ফাঁকি ও সুইস ব্যাংকে ৯৬ হাজার কোটি টাকার অস্বচ্ছ হিসাব দাখিলের অভিযোগে মুসা বিন শমসেরের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ৩০ এপ্রিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন আদালত।
×