ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

স্বাধীনতা দিবস কুস্তিতে চ্যাম্পিয়ন বিজিবি ও আনসার

প্রকাশিত: ১০:৫৫, ১ এপ্রিল ২০১৯

 স্বাধীনতা দিবস কুস্তিতে চ্যাম্পিয়ন বিজিবি ও আনসার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং আরডিডিএল-এর পৃষ্ঠপোষকতায় জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত দিনব্যাপী স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ আনসার। রবিবার দিনব্যাপী প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বিজিবি ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়। এ বিভাগে ২টি স্বর্ণ ও ৫টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক পেয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার দল পেয়েছে ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক। রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী দলের অর্জন ৪টি স্বর্ণ ও ৬টি রৌপ্যসহ মোট ১০টি পদক। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করা হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান, সিআইপি। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার দলের ক্রীড়া অফিসার মোঃ রায়হার উদ্দিন ফকির, ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদসহ অন্য কর্মকর্তারা।
×