ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শীর্ষ চারে সোলসজায়েরের ম্যানইউ

প্রকাশিত: ১০:৫৪, ১ এপ্রিল ২০১৯

 শীর্ষ চারে সোলসজায়েরের ম্যানইউ

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের ডিসেম্বরে জোশে মরিনহোকে বরখাস্ত করে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই সময়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ওলে গানার সোলসজায়েরকে নিয়োগ দেয় ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবটি। এরপর থেকেই বদলে যেতে শুরু করে ম্যানইউ। সোলসজায়ের দায়িত্ব নেয়ার পর প্রিমিয়ার লীগে মাত্র একটি ম্যাচে পরাজয় দেখে ইউনাইটেড। তারই ফল পান ক্লাবটির সাবেক এই তারকা ফরোয়ার্ড। অসাধারণ পারফর্মেন্স উপহার দেয়ার সৌজন্যে বৃহস্পতিবার তাকে স্থায়ীভাবে কোচ হিসেবে নিয়োগ দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। স্থায়ী কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচে শনিবার ওয়াটফোর্ডের মুখোমুখি হয় সোলসজায়েরের ম্যানইউ। তবে হতাশ করেননি সমর্থকদের। জয় নিয়েই মাঠ ছেড়েছে তার দল। নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড এদিন ২-১ গোলে পরাজিত করে ওয়াটফোর্ডকে। সেই সঙ্গে পয়েন্ট টেবিলেও অগ্রগতি হয় রেড ডেভিলদের। ওয়াটফোর্ডের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট লাভের ফলে ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষ চারে জায়গা করে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ৩১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ৬১ পয়েন্ট। ওল্ডট্র্যাফোর্ডে স্থায়ী কোচ হিসেবে দারুণভাবে সংবর্ধিত হন সোলসজায়ের। স্থায়ী কোচ হিসেবে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হবার একদিন পর মাঠে নামার সঙ্গে সঙ্গেই দর্শকরা হর্ষধ্বনিতে বরণ করে নেয় তাকে। ওয়াটফোর্ডের বিপক্ষে শুরুতে লড়াই করলেও প্রতিআক্রমণে প্রথম গোলের দেখা পেয়েছে স্বাগতিকরাই। ম্যাচ শুরুর ২৮ মিনিটে মার্কাস রাশফোর্ড গোল করে প্রথম এগিয়ে দেন ম্যানইউকে। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় সোলসজায়েরের দল। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে এ্যান্থনি মার্শালের গোলে ব্যবধান দ্বিগুণ করে ম্যানইউ। তবে অফসাইড দাবি করে গোলটি বাতিলের দাবি জানিয়েছিল সফরকারীরা। কিন্তু তাতে রাজি হননি ম্যাচ রেফারি। তবে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় সফরকারীরা। ম্যাচের বয়স যখন ৯০ মিনিট তখন আব্দুলাই ডাওকোয়ারের গোলে ব্যবধান কমায় ওয়াটফোর্ড। কিন্তু হার এড়াতে পারেনি ওয়াটফোর্ড। ইউনাইটেডের আগে শনিবার জয়ের স্বাদ পায় তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিও। ফুলহ্যামকে হারিয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরে পেপ গার্ডিওলার দল। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো কোয়াড্রপল (এক মৌসুমে চার ট্রফি) শিরোপা জয়ের পথেই হাঁটছে ম্যানসিটি। কেননা তাদের সামনে রয়েছে প্রিমিয়ার লীগ, চ্যাম্পিয়ন্স লীগ ও এফএ কাপ জয়ের হাতছানি। গত মাসে তারা জিতে নিয়েছে লীগ কাপ। নতুন এই ইতিহাস গড়ার মাঝখানে এখন ১৪ ম্যাচ দূরত্বে অবস্থান করছে সিটিজেনরা। অপরদিকে ধুঁকতে থাকা ফুলহ্যামের সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময়। রেলিগেশন জোন থেকে রক্ষা পেতে তাদের এখনও ১৬ পয়েন্টের প্রয়োজন। অথচ হাতে রয়েছে মাত্র ছয়টি ম্যাচ। আন্তর্জাতিক বিরতির পর জয় দিয়ে মিশন শুরু করে দারুণ খুশি ম্যানসিটির কোচ। ম্যাচের শেষে গার্ডিওলা বলেন, ‘আমরা যেভাবে শুরু করেছি, তা এক কথায় দুর্দান্ত। ছেলেরা আমাকে ফের বিস্মিত করেছে। প্রথম ১৫ থেকে ২০ মিনিট ছিল একেবারেই আলাদা। আমরা যদি চ্যাম্পিয়ন হতে চাই তাহলে প্রতিটি ম্যাচেই জয়লাভ করতে হবে। প্রতিপক্ষরাও বেশ শক্তিশালী। তবে এটিই হচ্ছে আসল চ্যালেঞ্জ।’ এদিকে শীর্ষ আসরে দুই মৌসুম টিকে থাকার পর আবারও নীচের ধাপে ফিরে যেতে হচ্ছে হাডার্সফিল্ডকে। শনিবার ক্রিস্টাল প্যালেস সফরে গিয়ে যে স্বাগতিকদের কাছে ২-০ গোলে হেরেছে তারা। এটি ছিল চলতি মৌসুমের ৩২ ম্যাচে ২৪তম পরাজয়। ২০০৮ সালে মার্চ মাসেই ১১ পয়েন্ট নিয়ে অবনমনের শিকার হয়েছিল ডার্বি। এবার হাডার্সফিল্ড দ্বিতীয় ক্লাব হিসেবে এত আগে অবনমন নিশ্চিত করেছে। তবে ইংলিশ প্রিমিয়ার লীগে এদিন জয় নিয়েই মাঠ ছেড়েছে সাউদাম্পটন, বার্নলি, লিচেস্টার সিটি এবং এভারটন।
×