ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নেপালে ঘাম ঝরানো অনুশীলন আবাহনীর

প্রকাশিত: ১০:৫৩, ১ এপ্রিল ২০১৯

 নেপালে ঘাম ঝরানো অনুশীলন আবাহনীর

স্পোর্টস রিপোর্টার ॥ আগের অংশগ্রহণে প্রতিবারই এসেছে তিক্ত অভিজ্ঞতা। এবার তাই অন্ততপক্ষে নকআউট রাউন্ডে খেলতে চায় ঢাকা আবাহনী লিমিটেড। এ লক্ষ্যেই এএফসি কাপের ম্যাচ খেলতে রবিবার বাংলাদেশ থেকে নেপালের কাঠমান্ডু পাড়ি জমিয়েছে বাংলাদেশ পেশাদার লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। নেপালে পৌঁছেই ঘাম ঝরানো অনুশীলন শুরু করেছেন শহীদুল আলম সোহেল, নাবিব নেওয়াজ জীবন, রুবেল মিয়া, সানডে চিজোবারা। এএফসি কাপের গ্রুপপর্বে দক্ষিণ এশিয়ার চার ক্লাব খেলছে ‘ই’ গ্রুপে। আবাহনীর সঙ্গে এই গ্রুপে আছে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাব এবং ভারতের মিনেরভা পাঞ্জাব ও চেন্নাই এএফসি। এখান থেকে একটি দল পাবে নকআউট রাউন্ডের টিকেট। বুধবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে স্বাগতিক নেপালের মানাং মার্সিয়াংদির বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে আবাহনীর। বাংলাদেশের সেরা সাফল্যের ক্লাব আবাহনীর এটি তৃতীয় এএফসি কাপ। ২০১৭ ও ২০১৮ সালে অংশ নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল আকাশী জার্সিধারীদের। প্রিমিয়ার লীগের সর্বাধিক ছয়বারের চ্যাম্পিয়নরা এএফসি কাপের আগে পাঁচবার বার খেলেছে এএফসি প্রেসিডেন্টস কাপ। সেখানেও প্রতিবারই গ্রুপপর্ব থেকে তল্পিতল্পা গোছাতে হয়েছে। এবার তাই আটঘাট বেঁধেই নেপাল গেছে আবাহনী। অনেকটা নিয়মিতই এএফসির বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে আসছে আবাহনী। এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান কাপ উইনার্স কাপ, এএফসি প্রেসিডেন্টস কাপ ও এএফসি কাপ মিলে আবাহনী এ পর্যন্ত ১০ বার আন্তর্জাতিক আসরে অংশ নিয়েছে। সাফল্য বলতে ১৯৯৮ সালে এশিয়ান কাপ উইনার্স কাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে পেরেছিল ধানমন্ডির জায়ান্টরা। এবার দীর্ঘ ২১ বছর পর নকআউট রাউন্ডে খেলার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছেন আবাহনীর ফুটবলাররা। এ প্রসঙ্গে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেছেন, নকআউট পর্বে ওঠার লক্ষ্য নির্ধারণ করেই এবার এএফসি কাপ শুরু করতে যাচ্ছি। সেটা করতে হলে প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। যদি নেপাল থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারি তাহলে আমরা মানসিকভাবে এগিয়ে থাকব। আবাহনী অধিনায়ক শহিদুল আলম সোহেলও যে কোন মূল্যে নেপাল থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে চান। অভিজ্ঞ এই গোলরক্ষক বলেন, আমাদের গোল খাওয়া যাবে না। আগের দুইবারের চেয়ে আমাদের এবারের দল শক্তিশালী। আমরা তিন পয়েন্ট নিয়ে ফিরতে চাই। আবাহনীর পর্তুগীজ কোচ মারিও লেমসও ভাল শুরু করতে আশাবাদী। তিনি বলেন, প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ছয়টি ম্যাচ খেলব। ভাল সুযোগ আছে। তবে বড় কথা হলো মাঠে পরফর্ম করতে হবে। দেশের ফুটবলে বিগত প্রায় এক দশক সাফল্যহীন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে বিদেশে সাফল্যের বিচারে এখনও এগিয়ে সাদা-কালোরা। এক্ষেত্রে মোহামেডানের ধারে কাছে নেই আবাহনী। সেই আশি-নব্বইয়ে রমরমা যুগেও আবাহনী এশিয়ান ক্লাব ফুটবলে বলার মতো কিছুই করতে পারেনি। এই যুগে তৃতীয় সারির টুর্নামেন্ট এএফসি প্রেসিডেন্ট কাপে পাঁচবার খেলে একবারও গ্রুপপর্ব পেরোতে পারেনি তারা। ওই প্রেসিডেন্টস কাপের বদলে এখন অনুষ্ঠিত হয় এএফসি কাপ। এখানেও টানা দুই আসরে ব্যর্থ। অর্থাৎ এএফসির সাত আসরে টানা ব্যর্থ বাংলাদেশ চ্যাম্পিয়নরা। ধারাবাহিক ব্যর্থতা ঘোচানোর লক্ষ্যেই এবার মিশন শুরুর অপেক্ষায় আবাহনী।
×