ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে ‘ডিক্লারেশন অব অনার’ পেলেন সাদিয়া ফয়জুননেসা

প্রকাশিত: ১০:৪৪, ১ এপ্রিল ২০১৯

 নিউইয়র্কে ‘ডিক্লারেশন  অব অনার’ পেলেন  সাদিয়া ফয়জুননেসা

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ডিক্লারেশন অব অনার’ সম্মাননা পেলেন অঙ্গরাজ্যটিতে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। শনিবার নিউইয়র্কের শহর কুইন্সের বোরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ তার প্রতিনিধির মাধ্যমে কনসাল জেনারেলকে এ সম্মাননাপত্র পাঠান। বোরো প্রেসিডেন্ট স্বাক্ষরিত এ সম্মাননায় বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে কমিউনিটি সেবার মানবৃদ্ধি এবং বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির সঙ্গে যোগাযোগ তৈরিতে ভূমিকা পালনে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার প্রশংসা করা হয়। নিউইয়র্কে কনসাল জেনারেল হিসেবে যোগ দেয়ার পর কুইন্স বোরো প্রেসিডেন্ট অফিসের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়ান সাদিয়া। কুইন্স বোরোতে স্থায়ীভাবে শহীদ মিনার স্থাপনের প্রস্তাব উপস্থাপন করেন এবং এ বিষয়ে মেলিন্ডা কাটজের সহযোগিতা কামনা করেন। এছাড়া নিউইয়র্কের বিভিন্ন বিমানবন্দরে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষায় ‘স্বাগতম’ অন্তর্ভুক্তির বিষয়টি বাস্তবায়নের জন্য বোরো প্রেসিডেন্টকে অনুরোধ করেন। কুইন্স বোরো প্রেসিডেন্ট অফিস আয়োজিত বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানেও অংশ নেন কনসাল জেনারেল। কুইন্স বরোতে বিভিন্ন জাতিগোষ্ঠী, ভাষা ও বর্ণের ২৪ লাখেরও বেশি অভিবাসী বসবাস করেন বলে জানা গেছে। পুরো যুক্তরাষ্ট্রে যত বাংলাদেশী রয়েছেন তার ২৫% বসবাস করছেন এ বরোতে।
×