ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা-

প্রকাশিত: ১০:৩৭, ১ এপ্রিল ২০১৯

 চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে বিজয়ী  হলেন যারা-

স্টাফ রিপোর্টার ॥ উপজেলায় চতুর্থধপে নির্বাচনে কিছু অনিয়ম বাদ দিলে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ দফায় কোন কেন্দ্রেই বড় ধরনের সংহিসতার ঘটনা ঘটেনি। তবে জালভোট দেয়া, কেন্দ্র দখলের অভিযোগে প্রতিদ্বন্দ্বী কয়েকজন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এ দফায়ও তুলনামূলত ভোটার উপস্থিতি কম ছিল। অনিয়মের কারণে কুমিল্লার তিতাস উপজেলায় নির্বাচন স্থগিত করে দিয়েছে কমিশন। ইসি জানিয়েছে, রবিবার সকাল ৮টা থেকে তিতাসসহ দেশের ১০৭ উপজেলায় চতুর্থ দফার ভোট শুরু হয়। দুই ঘণ্টার মাথায় জিয়ারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী শাহিনুর ইসলাম ওরফে সোহেল শিকদার ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের পারভেজ হোসেন সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। পরে পুলিশ ও র‌্যাব কাঁদুনে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ভোটগ্রহণ শুরু করা যায়নি বলে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান। এছাড়া রাতে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরা, কেন্দ্র দখলের চেষ্টা ও সংঘর্ষের ঘটনায় ভিটিকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, দাশকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বন্দরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটগ্রহণ স্থগিত করা হয়। রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো ইসির নির্দেশনায় বলা হয়, ভোটকেন্দ্রে অনিয়ম হওয়ায় সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা আর সম্ভব নয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। এদিকে রবিবার দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ৫ জনকে আটক করা হয়েছে। যশোরে উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার ও জাল ভোট দেয়ার চেষ্টাকালে ৭ জনকে আটক করা হয়েছে বাগের হাটে নিজের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে আওয়ামী লীগের বিদ্রোহী এবং ওয়ার্কার্স পার্টির প্রার্থী। উপজেলায় চতুর্থ ধাপে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে রয়েছেন নরসিংদী ॥ সদরে আওয়ামী লীগের শফর আলী ভূইয়া নির্বাচিত হয়েছেন। কুমিল্লা ॥ মুরাদনগরে আওয়ামী লীগ প্রার্থী ড. আহসানুল আলম কিশোর, হোমনায় আওয়ামী লীগ প্রার্থী রেহানা বেগম, বুড়িচংয়ে (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়ায় (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আবু তাহের, চান্দিনায় আওয়ামী লীগ প্রার্থী তপন বক্সী, মেঘনায় আওয়ামী লীগের সাইফুল্লাহ মিয়া রতন শিকদার নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রাম ॥ ফুলবাড়ী উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম রব্বনী সরকার বরগুনা ॥ সদর উপজেলায় মোঃ মনিরুল ইসলাম, আমতলীতে গোলাম সরোয়ার ফোরকান, বেতাগীতে মোঃ মাকসুদুর রহমান ফোরকান, বামনায় মোঃ সাইতুল ইসলাম লিটু, পাথরঘাটায় মোস্তফা গোলাম কবির (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইল ॥ টাঙ্গাইল সদর উপজেলায় শাহজাহান আনছারী, ভূঞাপুর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হালিম, নাগরপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত আব্দুছ ছামাদ দুলাল, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের শহিদুল ইসলাম লেবু, দেলদুয়ার উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হাসান মারুফ, মির্জাপুর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু, সখীপুর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী জুলফিকার হায়দার কামাল লেবু, কালিহাতী উপজেলায় বিদ্রোহী প্রার্থী আনছার আলী বি.কম, বাসাইল উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী অলিদ ইসলাম জয়লাভ করেছেন। যশোর ॥ ঝিকরগাছায় স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) মনিরুল ইসলাম, চৌগাছায় আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, মনিরামপুরে আওয়ামী লীগের নাজমা খানম, কেশবপুরে স্বতন্ত্র ( বিদ্রোহী) কাজী রফিকুল ইসলাম, বাঘারপাড়ায় স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) নাজমুল ইসলাম কাজল, অভয়নগরে আওয়ামী লীগের শাহ ফরিদ জাহাঙ্গীর নির্বাচিত হয়েছেন। বরিশালের বাউফলে আওয়ামী লীগের আব্দুল মোতালেব হাওয়াদার, নারায়গঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের শাজাহান ভুইয়া নির্বাচিত হয়েছেন। মুন্সীগঞ্জ ॥ সদরে আনিছ-উজ্জামান, লৌহজংয়ে ওসমান গণি তালুকদার, সিরাজিদখানে মহিউদ্দিন আহম্মেদ ও গজারিয়ায় আমিরুল ইসলাম। আওয়ামী লীগের বিদ্রোহী হিসাবে বিজয়ী হয়েছেন টঙ্গীবাড়ি উপজেলায় জগলুল হালদার ভুতু ও শ্রীনগর উপজেলায় মশিউর রহমান মামুন ফেনী সদরে আব্দুর রহমান, পটুয়াখালী সদরে গোলাম সরোয়ার, কলাপাড়ায় এস এম রাকিবুল আহসান, গলাচিপায় মো. শাহিন শাহ, দশমিনায় আব্দুল আজিজ, মির্জাগঞ্জে আবু বক্কর ও বাউফলে আবদুল মোতালেব হাওলাদার, নারায়ণগঞ্জের আড়াইহাজারে মুজাহিদুর রহমান হেলু; মুন্সীগঞ্জ সদরে আনিছ উজ্জামান আনিছ, খুলনার রূপসায় কামাল উদ্দিন বাদশা ও পাইকগাছায় গাজী মোহাম্মদ আলী; ময়মনসিংহের হালুয়াঘাটে মাহমুদুল হক সায়েম, ফুলপুরে আতাউল করিম রাসেল, ঈশ্বরগঞ্জে মাহমুদ হাসান সুমন; ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে ডাঃ রফিউদ্দিন আহমেদ নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী যারা জিতলেন পিরোজপুরের নেছারাবাদে আলহাজ আবদুল হক, খুলনার তেরখাদায় মোঃ শহীদুল ইসলাম, কয়রায় এস এম শফিকুল ইসলাম, দাকোপে মুনসুর আলী খান ও দিঘলিয়ায় শেখ মারুফুল ইসলাম, ময়মনসিংহের গৌরীপুরে মোফাজ্জল হোসেন, নান্দাইলে হাসান মাহমুদ জুয়েল, মুক্তাগাছায় আবদুল হাই আকন্দ ও ধোবাউড়ায় ডেভিড রান ব্রাহ্মণবাড়িয়া সদরে ফিারোজুর রহমান ওলিও ও সরাইলে রফিক উদ্দিন ঠাকুর স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন।
×