ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগান নারীর অভূতপূর্ব বিজয়

প্রকাশিত: ১০:১৯, ১ এপ্রিল ২০১৯

 আফগান নারীর  অভূতপূর্ব বিজয়

যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়্যালিটি শো আমেরিকান আইডলের আদলে আয়োজিত আফগান স্টার নামক প্রতিযোগিতায় প্রথমবারের মতো একজন নারী বিজয়ী হয়েছেন। বলা হচ্ছে, পুরস্কার জয়ী সেই নারী তার গান দিয়েই লড়েছেন তালেবানের সঙ্গে। আফগান স্টার পুরস্কারজয়ী ওই নারীর নাম জাহরা ইলহাম। চলতি সপ্তাহে প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ১৩ বছর ধরে সেই পুরস্কারটি ঘরে তুলছেন মৌলবাদী সশস্ত্র গোষ্ঠী তালেবানের কব্জায় থাকা দেশটির পুরুষরা। কিন্তু জাহরা সবাইকে হারিয়ে পুরস্কারটি এবার নিজের করে নিয়েছেন। জাহরা ইলহাম আফগানিস্তানের একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী পরিবার থেকে এসেছেন। ইলহাম তার মধুর কণ্ঠ আর সুরের ঝলকে ফারসি লোকসঙ্গীত গেয়ে দর্শক ও বিচারকদের মুগ্ধ করেন। শুধু গান গেয়ে নয় ঐতিহ্যবাহী ও রং-বেরঙের পোশাক পরে সবার মন কাড়েন তিনি। আফগান স্টারের খেতাব পাওয়ার পর তিনি বলেন, আমি জয়ী হওয়াতে খুবই গর্ব অনুভব করছি। কিন্তু একই সঙ্গে এটা ভেবে আহত হয়েছি আমিই প্রথম নারী যে কিনা পুরস্কারটি পেলাম। -ওয়েবসাইট
×