ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে কোন বিতর্ক নয় ॥ ড. কামাল

প্রকাশিত: ১০:০৮, ১ এপ্রিল ২০১৯

 বঙ্গবন্ধুকে নিয়ে কোন বিতর্ক নয় ॥ ড. কামাল

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছিল তাই তাকে নিয়ে কোন বিতর্ক চলবে না বলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের সতর্ক করে দেন এ জোটের আহ্বায়ক ড. কামাল হোসেন। রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস উলক্ষে খালেদা জিয়ার মুক্তি ও নতুন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্যের এক পর্যায়ে জিয়াকে স্বাধীনতার ঘোষক না বলায় ড. কামালের প্রতি বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগানসহ চিৎকার চেঁচামেচি করতে থাকে। এ সময় তিনি ক্ষুব্ধ কন্ঠে বলেন, আমি আর কোন কথাই বলব না। ড. কামাল হোসেনের বক্তব্যের এক পর্যায়ে দর্শক সারি থেকে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে ‘স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’। তাদের এ স্লোগানের সময় বিরক্ত হয়ে ড. কামাল হোসেন তার বক্তব্য থামিয়ে মাইকের সামনে দাঁড়িয়ে থাকেন। এ সময় দর্শক সারি থেকে এক নেতা বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন- এ কথা আপনাকে বলতে হবে’।
×