ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার অবৈধ স্থাপনা উচ্ছেদে নামছে রাসিক

প্রকাশিত: ০৯:৫৭, ১ এপ্রিল ২০১৯

এবার অবৈধ স্থাপনা উচ্ছেদে নামছে  রাসিক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পশ্চিম রেলের পর এবার রাজশাহী নগরীতে শুরু হচ্ছে সরকারী জায়গায় অবৈধ স্থাপনা ও ফুটপাথ দখলমুক্ত অভিযান। আগামী ৩ এপ্রিলের পর থেকে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার সকল রাস্তার ফুটপাথের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে। সে লক্ষ্যে রাসিক কর্তৃপক্ষ ইতিমধ্যে নগরীজুড়ে মাইকিং করেছে। এছাড়াও রাসিক থেকে চালানো হচ্ছে প্রচার-প্রচারণা। রাসিক সূত্র জানায়, রাস্তার ফুটপাথ দখল ও সরকারী জায়গা দখল করে যারা স্থাপনা নির্মাণ করেছে তাদের স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। রাসিক কর্তৃপক্ষের দাবি উচ্ছেদের পর ফুটপাথ পুনরায় দখল হলে আইনী ব্যবস্থা নেয়া হবে। রাসিকের পক্ষ থেকে নগরবাসীকে জানানো হয়, যারা সরকারী জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করেছেন বা যারা রাস্তার ফুটপাথ দখল করে ব্যবহার করছেন তাদের মালামাল ও অবৈধ স্থাপনা আগামী ৩ মার্চের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। নয় তো, ৩ এপ্রিলের পর রাসিক কর্তৃপক্ষ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে।
×