ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৫০০ পেটেন্ট দান করতে যাচ্ছে মাইক্রোসফট

প্রকাশিত: ০৯:৫৫, ১ এপ্রিল ২০১৯

 ৫০০ পেটেন্ট দান করতে যাচ্ছে মাইক্রোসফট

অর্থনৈতিক রিপোর্টার ॥ অলাভজনক সংস্থা ‘লাইসেন্স অন ট্রান্সফার’ (এলওটি) নেটওয়ার্কের আওতাভুক্ত স্টার্ট-আপ প্রতিষ্ঠানগুলোকে ৫০০ পেটেন্ট দান করতে যাচ্ছে মাইক্রোসফট। ‘এ্যাজিউর আইপি এ্যাডভান্টেজ’ প্রকল্পের পরিধি বাড়ানোর লক্ষ্যেই পেটেন্টগুলো দান করা হচ্ছে। ২০১৮ সালে চালু হয় ‘এ্যাজিউর আইপি এ্যাডভান্টেজ’ প্রকল্প। পেটেন্ট ট্রল থেকে মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং সেবা এ্যাজিউর গ্রাহকদের রক্ষা করতেই এই প্রকল্প চালু করা হয়। আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, এলওটি নেটওয়ার্কও প্রতিষ্ঠানগুলোকে পেটেন্ট ট্রল থেকে সুরক্ষা দেয়। প্রায় ৪০০ সদস্য প্রতিষ্ঠানের পেটেন্ট লাইব্রেরির এ্যাকসেস দিয়ে এটি করা হয়ে থাকে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফেসবুক, গুগল, মাইক্রোসফট, নেটফ্লিক্স এবং উবারের মতো প্রতিষ্ঠান। পেটেন্টগুলো একেবারেই বিনামূল্যে দিচ্ছে না মাইক্রোসফট। কোন পেটেন্ট ব্যবহার করতে চাইলে মাসে অন্তত এক হাজার মার্কিন ডলার খরচ করতে হবে।
×