ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্তরায় মৎস্য ভবন-২ এর উদ্বোধন

প্রকাশিত: ০৯:৫৪, ১ এপ্রিল ২০১৯

 উত্তরায় মৎস্য ভবন-২  এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় প্রায় ১০ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মৎস্য ভবন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। ৫ কাঠা জমিতে ৯ তলা নির্মিত এ ভবনে ঢাকা বিভাগীয় মৎস্য অফিস এবং ঢাকা জেলা মৎস্য অফিসের কার্যক্রম চলবে। পিডব্লিউডির ডিজাইনে ভবনটির নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করে মৎস্য অধিদফতরের ‘মানসম্মত মৎস্যবীজ ও পোনা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্যস্থাপনা পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্প।’ রবিবার ভবনটির ফলক উন্মোচনের পর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মৎস্য খাতের উন্নয়ন-ত্বরান্বিতের লক্ষ্যে মাছের বংশ ধ্বংসকারী অবৈধ জালের উৎসমূল নির্মূলের ওপর জোর দেন।
×