ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে ৫৫ ভাগ কোম্পানির দর কমেছে

প্রকাশিত: ০৯:৪৯, ১ এপ্রিল ২০১৯

শেয়ারবাজারে ৫৫ ভাগ কোম্পানির দর কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ রবিবার উভয় সূচকে পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সূচক কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া ৫৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন সামান্য বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯১ পয়েন্টে। তবে অপর দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ৬ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১ পয়েন্টে কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৭৫ ও ১৯৬৭ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৬১ কোটি ৫৩ লাখ টাকার। আগের দিন থেকে ৯ কোটি টাকা বেড়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫২ কোটি টাকার। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬টির বা ৩১ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯১টির বা ৫৫ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৯টির বা ১৪ শতাংশ প্রতিষ্ঠানের। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটির ৩৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৩ কোটি ৭৭ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো এবং ১২ কোটি ৩৯ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে মুন্নু সিরামিক। টপটেন লেনদেন উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, কনফিডেন্স সিমেন্ট, সিঙ্গার বিডি, জেএমআই সিরিঞ্জ, অগ্রণী ইন্স্যুরেন্স এবং মেঘনা পেট্টোলিয়াম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮১৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। সিএসইতে ১৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×