ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিশের উপ-পরিদর্শক নিয়োগের শর্ত নিয়ে হাইকোর্টের রুল

প্রকাশিত: ০৯:৪০, ১ এপ্রিল ২০১৯

 পুলিশের উপ-পরিদর্শক নিয়োগের শর্ত নিয়ে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের উপ-পরিদর্শক পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর অবিবাহিত থাকা এবং উচ্চ সামাজিক মর্যাদার অধিকারী হওয়ার শর্ত কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, অসাংবিধানিক ও বেআইনী ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রবিবার এই রুল জারি করেছেন। এ সময় আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল পূরবী সাহা। রিটকারীর আইনজীবী এ্যাডভোকেট ইশরাত হাসান সাংবাদিকদের বলেন, পুলিশ প্রবিধানমালার ৭৪১ এর (চ) দফার (১) নম্বর উপ-দফায় বলা হয়েছে, পুলিশের উপ-পরিদর্শক হিসেবে নিয়োগ পেতে হলে প্রার্থীকে অবশ্যই উচ্চ সামাজিক মর্যাদার ও সম্মানিত বংশের হতে হবে। এছাড়া ৪ নম্বর উপ-দফায় বলা হয়েছে, প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবং তার শিক্ষানবিশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। -বিজ্ঞপ্তি
×