ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ দূত

প্রকাশিত: ০৯:৩৯, ১ এপ্রিল ২০১৯

  রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ দূত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ দুই মাসের মাথায় আবারও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনার। রবিবার দুপুরে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অফিস সূত্রে প্রকাশ, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া দেখতে তিনি কুতুপালং ক্যাম্পে আসেন। এরপর প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। দুই মাস আগে তিনি এক সফরে এসে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এবার তিনি রোহিঙ্গাদের সঙ্গে ভাসানচরে স্থানান্তরের বিষয়ে কথা বলেছেন।
×