ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘তাসভিরকে ধরা হলো কিন্তু রূপায়ণের কথা কেউ বলছে না’

প্রকাশিত: ০৯:৩৭, ১ এপ্রিল ২০১৯

 ‘তাসভিরকে ধরা হলো কিন্তু রূপায়ণের কথা কেউ বলছে না’

স্টাফ রিপোর্টার ॥ দেশে কোন কিছু ঘটলেই সরকার বিএনপির ওপর দায় চাপায় বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় প্রয়াত ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেকের স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দুর্বার আন্দোলনে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা হবে। রিজভী বলেন, সরকারের ব্যর্থতার কারণে দেশে একের পর এক অগ্নিকান্ডসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ডের দায়ও সরকার এড়াতে পারে না। এখন উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর জন্য তাসভির উল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। কারণ, তাসভির উল ইসলাম কুড়িগ্রাম বিএনপির সভাপতি ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এফআর টাওয়ারের সঙ্গে তার সম্পর্ক তিনি রূপায়ণের কাছ থেকে তিনটি ফ্ল্যাট কিনেছিলেন। কিন্তু রূপায়ণের কথা কেউ বলছেন না। রিজভী বলেন, বনানীতে এফআর টাওয়ারের মতো আরও অনেক ভবন রয়েছে যেগুলো বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাঁচ-ছয়তলা বাড়ানো হয়েছে। ইকবাল টাওয়ারের কথা আমি বলতে চাই না। আমরা দেখতে চাই এ ধরনের ঘটনার সঙ্গে সরকারী দলের যেসব নেতারা জড়িত তাদের ধরা হয় কি না। বাকশাল নিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, প্রধানমন্ত্রী দেশে আবার বাকশাল কায়েম করতে চান। কারণ, গণতন্ত্র থাকলে তিনি বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না।
×