ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-সুইস দ্বিপাক্ষিক বৈঠক কাল

প্রকাশিত: ০৯:৩৭, ১ এপ্রিল ২০১৯

 বাংলাদেশ-সুইস দ্বিপাক্ষিক বৈঠক কাল

বাংলাদেশ ও সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আগামীকাল ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে অংশ নেয়ার জন্য সুইজারল্যান্ড-এর একটি প্রতিনিধি দল চার দিনের সফরে রবিবার ঢাকা এসে পৌঁছেছে। খবর বাসস’র। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী পররাষ্ট্র সচিব (এশিয়া ও প্যাসিফিক) এ্যাম্বাসেডর রাফায়েল নাগেলি এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক ও কনস্যুলার বিষয়ক সচিব এ্যাম্বাসেডর কামরুল আহসান এই বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা এবং মানবিক সহায়তা বিষয়ে উভয় দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করাই হবে এই বৈঠকের মূল উদ্দেশ্য।
×