ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে বাড়ির উঠানে দেয়াল ॥ চার পরিবার অবরুদ্ধ

প্রকাশিত: ০৯:২৯, ১ এপ্রিল ২০১৯

 বরিশালে বাড়ির  উঠানে দেয়াল ॥  চার পরিবার অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামের ঘরামী বাড়ির উঠানে দেয়াল নির্মাণ করে চারটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। জানা গেছে, ওই বাড়ির প্রবাস ফেরত আলমগীর হোসেন ঘরামী, জাহাঙ্গীর হোসেন, জাহিদ হোসেন ও তাদের চাচাত ভাই মোস্তফা ঘরামীর সঙ্গে একই বাড়ির চাচাত ভাই পিরোজপুর থানার উপ-পরিদর্শক এনামুল হক, রিপন ঘরামী, শিপন ঘরামী ও আবুল হোসেনের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এ নিয়ে আলমগীর হোসেন গংরা প্রতিপক্ষের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করেন। অতি সম্প্রতি বানারীপাড়া থানার ওসি মোঃ খলিলুর রহমান বিরোধ নিষ্পত্তি করে বিরোধী সম্পত্তি বণ্টন করে সীমানা পিলার স্থাপন করে দেন। এর পরপরই আলমগীর হোসেন গংরা বাড়ির উঠানের ওপরে দেয়াল (সীমানা প্রাচীর) নির্মাণ করে প্রতিপক্ষ চারটি পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে ফেলে। দেয়ালের ভেতরে সরকারী গভীর নলকূপ থাকায় অবরুদ্ধ হয়ে পড়া পরিবারগুলোর সদস্যরা তা ব্যবহার করতে পারছেন না। এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেন বলেন, সম্পত্তির বণ্টনের পরে তাদের সীমানায় তারা দেয়াল নির্মাণ করেছে। দেয়াল নির্মাণের ফলে অন্যরা যে অবরুদ্ধ হয়ে পড়েছে সে প্রশ্নের তিনি কোন সদুত্তর দিতে পারেননি। অবরুদ্ধ পরিবারের সদস্য ফুলসোনা বেগম ও আমেনা বেগম জানান, দেয়াল নির্মাণের ফলে তারা সরকারী গভীর নলকূপ ব্যবহার ও ঘর থেকেও বাইরে যেতে পারছেন না। অবরুদ্ধ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
×