ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধে কৃষক খুন

প্রকাশিত: ০৯:২৯, ১ এপ্রিল ২০১৯

 নেত্রকোনায় জমি নিয়ে বিরোধে কৃষক খুন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩১ মার্চ ॥ জেলার কেন্দুয়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষক খুন হয়েছেন। নিহত কৃষকের নাম স্বপন মিয়া (৪৫)। তার বাড়ি উপজেলার চড় আমতলা গ্রামে। রবিবার দুপুর দুইটার দিকে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, কৃষক স্বপন মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আলেক বাদশার ছেলে জহিরুল ইসলামের (২৫) একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে রবিবার দুপুর দুটার দিকে স্বপন মিয়া ও জহিরুলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে স্বপন মিয়া, তার সমর্থক জিল্লু মিয়া এবং প্রতিপক্ষের জহিরুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপন মিয়াকে মৃত ঘোষণা করেন। আর জিল্লু মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিলেটে প্রভাষকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার সিলেট থেকে জানান, সিলেট মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক সাইফুর রহমানের (২৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সিলেটের দক্ষিণ সুরমার তেলিরাই এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। সাইফুর রহমান গোয়াইনঘাট উপজেলার ফলতইল সগাম গ্রামের মোঃ ইউসুব আলীর ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর টিলাগড় জমিদারবাড়ির একটি মেসে থাকতেন। সাইফুর রহমান মদন মোহন কলেজ ছাড়াও গোয়াইনঘাটের তোয়াকুল কলেজেও শিক্ষকতা করতেন। জানা যায়, গত শনিবার বেলা ১১টায় সাইফুর রহমান মেস থেকে বের হয়ে রাতে আর বাসায় ফিরেননি। তার খোঁজ না পেয়ে রাতেই তার আত্মীয়রা শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি করেন। রবিবার সকালে দক্ষিণ সুরমার তেলিরাই এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ জানায়, লাশের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। কালাইয়ে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট থেকে জানান, কালাই উপজেলার তিশড়া গ্রামে শারমিন আক্তার জয়া (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শারমিন আক্তার জয়া তিশড়া পাড়া গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী। জানা গেছে, জয়া ও রব্বানী দম্পতির দীর্ঘদিন থেকে ঝগড়া বিবাদ চলে আসছিল। রবিবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। স্বামী রব্বানী বাড়ি থেকে কাজে চলে যায়। পরে প্রতিবেশীরা ঐ বাড়ির রাব্বানির শয়নকক্ষে জয়ার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
×