ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৯:২৭, ১ এপ্রিল ২০১৯

 গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বেতনভাতাসহ পাওনাদি পরিশোধ না করে গেটে তালা ঝুলিয়ে দেয়ার প্রতিবাদে এক পোশাক কারখানার শ্রমিকরা রবিবার দিনভর অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছে। আন্দোলনরত শ্রমিক ও স্থানীয়রা জানায়, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকার কাঁথা কম্পোজিট লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা বেশ কিছুদিন ধরে ফেব্রুয়ারি মাসসহ দুই মাসের বেতন-ভাতা এবং পাওনাদি পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল। কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনাদি পরিশোধের একাধিকবার আশ^াস দিয়েও তা পরিশোধ করেনি। সর্বশেষ তারিখ নির্ধারণ করে বৃহস্পতিবার ওই বকেয়া বেতন ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দেয় কর্তৃপক্ষ। কিন্তু বুধবার গভীর রাতে কোন নোটিস না দিয়ে কারখানার গেটে তালা ঝুলিয়ে কারখানা বন্ধ করে দিয়ে চলে যায় কর্মকর্তারা। পরদিন বৃহস্পতিবার শ্রমিকরা তাদের পাওনাদির জন্য কারখানায় যায়। এ সময় তারা কারখানার গেটে তালা ঝুলতে দেখে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা বেতনভাতাসহ পাওনাদি পরিশোধ না করে গেটে তালা ঝুলিয়ে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু করে। বিকেল পর্যন্ত তারা কারখানার গেটে অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করে। কিন্তু এতে কর্তৃপক্ষের সাড়া না পেয়ে শ্রমিকরা রবিবার সকালে কারখানার গেটে জড়ো হতে থাকে। এ সময় তারা তাদের পাওনাদি পরিশোধের দাবিতে কারখানার গেটে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ শুরু করে।
×