ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:২৬, ১ এপ্রিল ২০১৯

  ঠাকুরগাঁওয়ে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩১ মার্চ ॥ জেলার হরিপুরে মাত্র ৪ শতক জমি নিয়ে বিরোধে মোহাম্মদ আলীকে হত্যার দায়ে জাহেরুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম করাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। রবিবার আদালতে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত দায়রা জজ বিএম তারিকুল কবীর এ রায় প্রদান করেন। দন্ডিত আসামি হলেন, উপজেলার মেদেনী সাগর গ্রামের আবু তাহের ওরফে ডিগরার ছেলে জাহেরুল ইসলাম। হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের মেদনীসাগর কিসমত গ্রামে ৪ শতক জমি নিয়ে মোহাম্মদ আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল প্রতিবেশী জাহেরুল ইসলামের। ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দুপুরে ধান ক্ষেতে পানি দিয়ে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে জাহেরুল ইসলাম ও তার লোকজন প্রতিবেশী মোহাম্মদ আলীকে আটক করে বেধরক মারপিট করে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ আলীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ২৮ ফেব্রুয়ারি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী মারা যায়।
×