ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় কোটি টাকার সরকারী ওষুধ জব্দ ॥ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৯:১৪, ১ এপ্রিল ২০১৯

  বগুড়ায় কোটি টাকার  সরকারী ওষুধ জব্দ ॥  ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় শহরের মফিজ পাগলার মোড় এলাকার একটি ভবন থেকে সরকারী হাসপাতালের জন্য সরবরাহকৃত বিপুল পরিমাণ ওষুষ ও চিকিৎসা সরঞ্জাম আটক করেছে পুলিশ। সেখানকার ৩টি ফ্লোরের গোডাউনে এই বিপুল পরিমাণ সরকারী ওষুধ পাওয়া যায়। গোডাউনগুলো রবিন ট্রেড ইন্টারন্যশনাল নামে একটি পাইকারি ওষুধ ব্যবসা প্রতিষ্ঠানের। ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মিজানুর রহমান রবিনকে আটক করা হয়েছে। আটককৃত ওষুধের মূল্য প্রায় কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ধারণা একটি সংঘবদ্ধ চক্র এর সঙ্গে জড়িত। ইতোমধ্যে কিছু নাম পুলিশের হাতে এসেছে। রবিবার দুপুরে পুলিশ ভারপ্রাপ্ত সিভিল সার্জনের উপস্থিতিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আটক করে। এর আগে শনিবার রাতে পুলিশ মিজানুর রহমানকে আটক করে কালোবাজারি ওষুধ ব্যবসার বিষয়ে নিশ্চিত হয়। অফিসসহ রবিনের ৩টি গোডাউনই সিসি টিভির আওতায় ছিল। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রাত বারোটার দিকে রবিন ট্রেড ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে মিজানুর রহমান রবিনকে গ্রেফতার করে। এসময়ই সেখানে বিপুল পরিমাণ সরকারী ওষুধ পাওয়া যায়। রবিবার দুপুরে পুলিশের আটক অভিযানের সময় দেখা যায় ৭তলা ভবনের তৃতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ৩টি গোডাউন সরকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামে ভর্তি। এর মধ্যে একটি গোডাউন-কাম ওষুধ বিক্রির প্রতিষ্ঠান রয়েছে। বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সামির হোসেন মিশু জানিয়েছেন, গোডাউনে থাকা বেশির ভাগ ওষুধই সরকারী। এর সঙ্গে হাসপাতাল সংশ্লিষ্ট কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে। আটক ওষুধ ও সরঞ্জামের মধ্যে অপারেশনের গ্লাভস. স্যালাইন সিরিঞ্জ থেকে শুরু করে উচ্চমূল্যের এ্যান্টিবায়োটিক ওষুধ পর্যন্ত রয়েছে। এছাড়া অটোক্লেভ মেশিনসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম পাওয়া যায়। পুলিশের নিকট প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রবিন জানিয়েছে, বগুড়া, জয়পুরহাট, নওগা, নাটোর এমনকি দিনাজপুর থেকে এসব ওষুধ ও সরঞ্জাম তার নিকট বিক্রি করা হয়েছে।
×