ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবি সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত

প্রকাশিত: ১২:৫৮, ৩১ মার্চ ২০১৯

 ঢাবি সাংবাদিক সমিতির নির্বাচন  স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ দুটি পক্ষের দ্বন্দ্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নির্বাচন সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। শনিবার দুপুরে টিএসসিতে ডুজার কার্যালয়ে নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। বহিরাগত লোকজনকে এনে সমিতির সদস্যদের ওপর হামলায় জড়িত সদস্যদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে সাত দিনের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। সমিতিতে মূলত দুটি পক্ষ রয়েছে। এক পক্ষে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা, অন্য পক্ষে অন্যান্য বিভাগের শিক্ষার্থী। শনিবার দুপুরে নির্বাচন কমিশনাররা ভোটগ্রহণ করতে এলে ডুজার ৩১ জন সদস্যের মধ্যে ২৭ জন সমিতির কার্যনির্বাহী পরিষদের ৯টি পদে পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন দাবি করেন। অন্যদিকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ শিক্ষার্থীর একটি পক্ষ দাবি করে ‘সিলেকশন’। ডুজার নির্বাচনে সাধারণত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং অন্য বিভাগ এই দুটি পক্ষের অভ্যন্তরীণ সমঝোতার ভিত্তিতে পদ ভাগাভাগি হয়ে থাকে।
×