ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজীবন সম্মাননা পাচ্ছেন আলমগীর ও রোজিনা

প্রকাশিত: ১১:৫৯, ৩১ মার্চ ২০১৯

আজীবন সম্মাননা পাচ্ছেন আলমগীর ও রোজিনা

স্টাফ রিপোর্টার ॥ আজীবন সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর ও চিত্রনায়িকা রোজিনা। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সুবর্ণজয়ন্তী পালন অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেয়া হবে রাজধানীর আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের প্রধান অডিটরিয়ামে ৫ এপ্রিল। সংগঠন সূত্রে জানা যায়, জাঁকজমকপূর্ণভাবে দিনব্যাপী চলবে নানা অনুষ্ঠান। দু’জন সেলিব্রিটিকে আজীবন সম্মাননা দেয়ার পাশাপাশি বিশিষ্ট ৫ ব্যক্তিত্বকে দেয়া হবে বিশেষ এমেরিটার্স এ্যাওয়ার্ড। তাদের নিজ নিজ কর্ম বিবেচনায় এনে বিশেষ সম্মাননা দেয়া হবে। সম্মাননা প্রাপ্তরা হলেন কোহিনূর আখতার সুচন্দা (অভিনয়), সৈয়দ হাসান ইমাম (অভিনয়), রুনা লায়লা (সঙ্গীত), মির্জা আবদুল খালেক (প্রদর্শক-লায়ন সিনেমা হলের শতবর্ষ পূর্তিতে) এবং ফরিদুর রেজা সাগর (দেশের সর্বাধিক ছবির প্রযোজক)। এ ছাড়া বাচসাস প্রতিষ্ঠাকালীন সদস্য একমাত্র জীবিত সাংবাদিক শাহাদাত হোসেনকে বিশেষভাবে সম্মানিত করা হবে। জুরি বোর্ড ২০১৪-২০১৮ পাঁচ বছরের বাচসাস পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করবে ২ এপ্রিল। এবার জুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক নরেশ ভূঁইয়া। মূল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সভাপতিত্ব করবেন বাচসাস সভাপতি আবদুর রহমান। এ ছাড়া সাংবাদিক আবদুল্লাহ জেয়াদ সম্পাদিত একটি বিশেষ স্যুভেনির প্রকাশ করা হবে। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আছে সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন। তারপর প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হবে। বিষয় থাকবে ‘সিনেমা হল বন্ধের পক্ষে বিপক্ষে’। এরপর অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পের সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে বিশেষ সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
×