ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেকোর সেঞ্চুরি

প্রকাশিত: ১১:৫৫, ৩১ মার্চ ২০১৯

জেকোর সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন বসনিয়া ও হার্জেগোবিনার অধিনায়ক এডিন জেকো। শনিবার আর্মেনিয়ার বিপক্ষে ইউরো ২০২০ বাছাইপর্বের ম্যাচে খেলতে নেমে অসমান্য এই কৃতিত্ব অর্জন করেন তিনি। সারাজেভোতে অনুষ্ঠিত ম্যাচের আগে তারকা এই স্ট্রাইকারের সম্মানে সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু জাতীয় দলে শততম ম্যাচ খেলাই নয় দেশের হয়ে সর্বোচ্চ ৫৫ গোলের রেকর্ড গড়েছেন ৩৩ বছর বয়সী এই রোমার স্ট্রাইকার। অনুষ্ঠানে জেকোর হাতে ‘১০০’ নম্বর লেখা একটি জার্সি তুলে দেয়া ছাড়াও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বসনিয়ান ক্লাব হালজেনকিয়ারের হয়ে পেশাদার ফুটবল শুরু করা জেকো এ সময় বলেন, ‘এটা অবশ্যই আমার জন্য একটি বিশেষ ম্যাচ। কারণ আমি শততম ম্যাচ খেলতে মাঠে নামছি। যেখানে ক্যারিয়ার শুরু করেছিলাম সেই স্টেডিয়ামে আরও অনেক ম্যাচ খেলতে চাই।’ ২০০৭ সালের ২ জুন বসনিয়ার হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় জেকোর। বর্তমানে সিরি’এ লীগ ইতালিয়ান জায়ান্ট রোমার হয়ে খেলছেন তিনি। এর আগে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে দুটি লীগ শিরোপা ও উল্ফসবার্গের হয়ে জার্মান বুন্দেসলিগায় শিরোপা জেতার কৃতিত্ব দেখিয়েছেন জেকো।
×