ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোনাল্ডোকে মিস করেন মেসি!

প্রকাশিত: ১১:৫৩, ৩১ মার্চ ২০১৯

রোনাল্ডোকে মিস করেন মেসি!

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গত এক দশকেরও বেশি সময় ধরে ফুটবল মাঠে দাপট দেখাচ্ছেন তারা। পারফর্মেন্স কিংবা রেকর্ডেও দারুণ মিল সময়ের সেরা এই দুই তারকার। রোনাল্ডো গোল করলে অবধারিত ভাবে মেসিকেও গোল করতেই হবে। রোনাল্ডো হ্যাটট্রিক করলে সেই পথে হাঁটেন মেসিও। এ যেন অলিখিত নিয়ম হয়ে গেছে। রোনাল্ডো ক্লাব বদলালেও সেই নিয়মের বদল এখনও হয়নি। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে এ্যাটলেটিকো মাদ্রিদকে একাই হারিয়ে দিয়েছিলেন সি আর সেভেন। পরের দিন মেসির জাদুতে শেষ হয়ে যায় লিও। কিন্তু রোনাল্ডোর লা লিগায় না থাকার অভাবটা খুব ভালভাবেই মিস করছেন মেসি। আর্জেন্টিনার এক রেডিওকে দেয়া সাক্ষাতকারে চিরশত্রু রোনাল্ডোর বিষয়ে এই তথ্যটা নিজেই দিয়েছেন এলএম টেন। এ প্রসঙ্গে বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার বলেন, ‘স্পেনে আমি ক্রিস্টিয়ানোকে মিস করছি।’ জুভেন্টাসে যোগদানের পরই রোনাল্ডো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মেসিকে। বলেছিলেন, ‘ইতালিতে ও (মেসি) খেলতে আসুক এটাই আমি চাই। আমি বিশ্বাস করি আমার মতোই ও চ্যালেঞ্জ গ্রহণ করবে।’ এবার যেন রোনাল্ডোর সেই জবাবটাই দিলেন মেসি। তবে বার্সা তারকা জবাব দিলেন ভিন্নভাবে। মেসির মতে, ‘লা লিগাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন রোনাল্ডো। স্পেনে তাকে পেয়ে দারুণ লেগেছিল। যদিও ওর একাধিক খেতাব জিততে দেখে আমার রাগ হতো ...।’ বার্সিলোনার প্রাণভোমরা লিওনেল মেসির এই মন্তব্য প্রমাণ করে যে, মাঠের ভেতরে তারা একে অপরের প্রবলতম প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে কিন্তু দুজনে একে অপরের প্রতি গভীর শ্রদ্ধাশীল। বিশ্বকাপের পর দেশের হয়েও সম্প্রতি একসঙ্গে মাঠে নেমেছিলেন মেসি-রোনাল্ডো। দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে নামার আগে ক্লিন সেভও করেছিলেন ফুটবল জাদুকর। বেবি ব্লু (আকাশী) আর সাদার মিশেলে এ্যাডিডাসের জার্সিটিও ছিল নতুন ডিজাইনের। অর্থাৎ বিশ্ব ফুটবলের মহাতারকা দীর্ঘ নয় মাসের বিরতিকে স্মরণীয় করার জন্যই এই প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু মাঠে নামার পর চোট পেতে হয়েছিল আর্জেন্টাইন অধিনায়কের। গত সপ্তাহে ভেনেজুয়েলার বিপক্ষে শেষ পর্যন্ত ৩-১ গোলে হারতে হয় দক্ষিণ আমেরিকার জায়ান্টদের। ক্লাব ফুটবলে ৩১ বছর বয়সী এই তারকা সর্বেসর্বা। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে চাপালেই যেন বদলে যান মেসি! প্রত্যাশার তুলনায় ভক্তদের বারবারই হতাশ করেছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর পারফর্মেন্স। তাই আর্জেন্টিনার জার্সিতে তাকে মাঠে দেখতে অনীহা রয়েছে অনেকরই। একইসঙ্গে হতাশ এবং ক্ষুব্ধ বার্সা ফরোয়ার্ডও। জানালেন এ কারণে তার বছর ছয়েকের ছেলে থিয়াগোর কাছেও তাকে জবাবদিহি করতে হয়। মেসি জানান, ‘তোমায় দেশের জার্সি গায়ে কেন দেখতে চায় না ওরা? একাধিকবার আমাকে এমন প্রশ্ন শুনতে হয়েছে থিয়াগোর মুখে।’ এক কথায় জাতীয় দলে খেলার প্রশ্নে ঘরে-বাইরে প্রশ্নবিদ্ধ আর্জেন্টাইন মহাতারকা। মেসি বলেন, ‘ইউটিউবে নানান ভিডিও ঘেঁটে থিয়াগো আমায় প্রশ্ন করে কেন ওরা তোমার খেলা দেখতে চায় না?’ মেসি এ সময় আরও বলেন, ‘অনেকেই নিষেধ করেছে। তবু জাতীয় দলের হয়ে আমি খেলা চালিয়ে যেতে চাই। দলের হয়ে খেতাব জিততে চাই।’ এদিকে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আয়াক্সের মুখোমুখি হবে জুভেন্টাস। তবে সেই ম্যাচে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ক্লাবটির অভিজ্ঞ কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি। সি আর সেভেন সার্বিয়ার বিপক্ষে ম্যাচে উরুর সমস্যা নিয়ে ৩১ মিনিটে মাঠ ত্যাগ করেন। এ বিষয়ে এ্যালেগ্রি বলেন, ‘সে ইতোমধ্যেই হালকা হাঁটাচলা শুরু করেছে। কিন্তু পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত অনুশীলনে ফিরতে পারবে না। সে কারণেই আয়াক্সের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। আমরাও কোন ঝুঁকি নিতে চাচ্ছি না। আমাদের এ বিষয়ে সাবধান হতে হবে। কারণ আমরা এখন মৌসুমের গুরুত্বপূর্ণ সময় পার করছি। একটি ম্যাচ না খেললে কিছুই হবে না। পুরোপুরি ফিট হয়ে ফিরে আসাই এখন গুরুত্বপূর্ণ। যাতে করে পুনরায় ইনজুরির ঝুঁকি না থাকে।’ ১৯৯৬ সালের পর এই প্রথম ইউরোপিয়ান শিরোপা জয়ের লক্ষ্য স্থির করেছে জুভেন্টাস। ইতোমধ্যেই নেপোলির থেকে ১৫ পয়েন্ট এগিয়ে টানা অষ্টম লীগ শিরোপা জয়ের পথেও ভালভাবে এগিয়ে রয়েছে জুভরা। হাতে রয়েছে আর মাত্র ১০ ম্যাচ।
×