ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লন্ডনের পাতাল রেলের কাছে সন্দেহভাজন ব্যক্তি- ট্রেন সাময়িক বন্ধ

প্রকাশিত: ১১:৩১, ৩১ মার্চ ২০১৯

লন্ডনের পাতাল রেলের কাছে সন্দেহভাজন ব্যক্তি- ট্রেন সাময়িক বন্ধ

জনকণ্ঠ ডেস্ক ॥ লন্ডনের ব্যস্ত সেন্ট প্যানক্রাস রেলস্টেশনের কাছে এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ইউরোস্টার যুক্তরাজ্যে তাদের ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের পক্ষ থেকে বলা হয়, শুক্রবার জিএমটি ১৯টা থেকে সেন্ট প্যানক্রাস স্টেশনের কাছে এক ব্যক্তি ‘বিপজ্জনকভাবে ঘোরাফেরা করছে’। বিবিসি। নিরাপত্তার খাতিরে স্টেশনের বিদ্যুত সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। যে কারণে কোন ট্রেন স্টেশনে ঢুকতে বা বের হতে পারছে না। লন্ডন থেকে প্যারিস ও ব্রাসেলসে যাতায়াত করা ইউরোস্টারের দ্রুতগতির ট্রেন যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে সংযোগস্থাপনকারী ‘চ্যানেল টানেল’ দিয়ে চলাচল করে। ইউরোস্টারের পক্ষ থেকে যাত্রীদের শনিবার সকালে ভ্রমণ না করার অনুরোধ করা হয়েছে। ‘রেললাইনে অনুপ্রবেশকারীর কারণে লন্ডনের সেন্ট প্যানক্রাসগামী এবং সেখান থেকে ছাড়া সব ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।’ পুলিশ ওই অনুপ্রবেশকারীর সঙ্গে আলোচনার চেষ্টা করছে।
×