ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২২ রোহিঙ্গা উদ্ধার

প্রকাশিত: ১১:৩০, ৩১ মার্চ ২০১৯

২২ রোহিঙ্গা উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সেন্টমার্টিনের সাগর উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ২২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার ভোরে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের সন্নিকটে ট্রলারে লুকিয়ে থাকা অবস্থায় তাদের আটক করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন শিশু ও ১৩ জন নারী রয়েছে। এরা সবাই কক্সবাজার উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা। কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন ইনচার্জ লে. কমান্ডার শেখ মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, শাহপরীর দ্বীপ এলাকার এক দালালের মাধ্যমে তারা মালয়েশিয়া যাচ্ছিল। সাগরপথে আমরা তাদের আটক করতে সক্ষম হই।
×