ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খাদ্যে বিষক্রিয়া

নওগাঁয় একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রকাশিত: ১১:২৯, ৩১ মার্চ ২০১৯

নওগাঁয় একই পরিবারের তিনজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ মার্চ ॥ শুক্রবার শেষ রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার জোতহরি গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় স্বামী, স্ত্রী ও তাদের তিন বছরের শিশু কন্যার মৃত্যু হয়েছে। নিহতরা হলো ওই গ্রামের অর্জুন কুমার সরকার (৩৩), স্ত্রী তিথি রানী সরকার (২৬) ও তাদের সন্তান অনন্য সরকার (৩)। শনিবার সকালে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অর্জুন কুমার শুক্রবার বিকেলে বাজার থেকে দই কিনে আনে। এরপর রাতে তারা সকলে ভাত খাওয়ার পর দই খেয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা বমি করতে শুরু করে। রাতেই তাদের মহাদেবপুর হাসপাতালে নেয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অর্জুন কুমারকে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পুত্র অনন্যকে নওগাঁ সদর হাপাতালে পাঠানো হয়। শেষ রাতের দিকে তারা তিনজনই মারা যায়। অর্জুন কুমার বিভিন্ন সমিতি থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছিল। ঋণে জর্জরিত হয়ে পড়ে সে। এসব ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে সে স্ত্রী-সন্তানসহ আত্মহত্যার সিদ্ধান্ত নেয় বলে তাদের ধারণা।
×