ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০:৫৯, ৩১ মার্চ ২০১৯

বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে ॥ পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীসহ বিদেশে পালিয়ে থাকা সকল খুনীকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের কাজ চলছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপনের আগে তার পলাতক খুনীকে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা সম্ভব কি-না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জন্মশতবর্ষে সারাদেশে ব্যাপক আনুষ্ঠানিকতায় উৎসব উদ্যাপনের পরিকল্পনা রয়েছে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর খুনীসহ সকল খুনীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। ইতোমধ্যে কানাডার খুনীকে ফেরানোর বিষয়ে অনেকটা অগ্রগতি হয়েছে। আগামী আমেরিকা সফরে সেখানে পলাতক খুনীকে ফেরানোর বিষয়ে মন্ত্রী আরও আলোচনা করবেন বলেও জানান। শনিবার সকালে, সিলেট সরকারী কিন্ডারগার্টেন স্কুল দেশসেরা প্রাথমিক বিদ্যালয়ের গৌরব অর্জন উপলক্ষে আনন্দ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, সিলেট নগরীর অগ্নিঝুঁকি ও ভুমিকম্প ঝুঁকি মোকাবেলায় বিশেষ পরিকল্পনা রয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলেও জানান মন্ত্রী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জিন্দাবাজার সরকারী কিন্ডারগার্টেনের ম্যানেজিং কমিটির সভাপতি নাজনীন হোসেন, প্রধান শিক্ষক নাসিমা বেগম প্রমুখ। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন শনিবার সিলেট পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে সেসিপের আওতায় সিলেট অঞ্চলের ই-লার্নিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন ডিজিটাল বাংলাদেশে আগামীতে ছাত্র-ছাত্রীদের বইয়ের বোঝা বহন করতে হবে না। একটি আইপ্যাড নিয়েই তারা স্কুলে যেতে পারবে। ই-লার্নিংয়ের মাধ্যমে সারাবিশ্ব হবে ছাত্র-ছাত্রীদের পাঠশালা। আমরা গঠন করতে পারব একটি উন্নত জাতি। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে ছাত্র-ছাত্রীদের ‘আমি পারি’ এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে অনুরোধ করেন তিনি। ড. মোমেন বলেন, টেকনোলজি যথাযথ ব্যবহার ও ই-লার্নিং এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা উৎকর্ষ ও পরিপক্কতা অর্জন করবে এবং আমরা পাব একটি উন্নত জাতি। টেকনোলজিই হলো আমাদের প্রধান হাতিয়ার, যার মাধ্যমে আমরা আমাদের জনগণকে জনসম্পদে পরিণত করতে পারব। ডিজিটাল টেকনোলজি শিক্ষকদের সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে শিখতে হবে এবং সে অনুযায়ী ছাত্র-ছাত্রীদের শেখাতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক মোঃ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ মাহামুদ-উল হক, সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচারক অধ্যাপক ড. সামসুন নাহার, ইথিক্র এ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান।
×