ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে হলো সাওল হার্ট সেমিনার

প্রকাশিত: ০৯:৪১, ৩১ মার্চ ২০১৯

চট্টগ্রামে হলো সাওল হার্ট সেমিনার

গত শুক্র ও শনিবার অনুষ্ঠিত হলো সাওল হার্ট সেন্টার-চট্টগ্রাম শাখা আয়োজিত দু’দিনব্যাপী বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসার ১৮তম জাতীয় সাওল হার্ট সেমিনার। উপমহাদেশের সবচেয়ে সফল নন-ইনভেসিভ হার্ট চিকিৎসক ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডাঃ বিমল ছাজেড়, এমডি অসাধারণ মেধা, প্রজ্ঞা ও মনোমুগ্ধকর উপস্থাপনায় হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ে পরামর্শ এবং প্রশিক্ষণ দেন। তিনি বলেন, প্রচলিত চিকিৎসা ব্যবস্থা হৃদরোগীদের স্থায়ীভাবে সুস্থ করতে পারে না। একমাত্র খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল পরিবর্তনই হৃদরোগ থেকে স্থায়ীভাবে সুস্থ রাখতে পারে। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল খুবই খারাপ যে কারণে প্রচুর মানুষ হৃদরোগী। সবগুলো হার্টের হসপিটাল মিলেও তাদের চিকিৎসা দেয়া সম্ভব নয়। লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস পরিবর্তন ছাড়া তাদের কোন উপায় নেই। শুক্রবার, ১৮তম জাতীয় সাওল হার্ট সেমিনার উদ্বোধন করেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। ওইদিন সকাল-সন্ধ্যা তিনি ডাঃ ছাজেড়ের বক্তৃতা শোনেন এবং প্রথম অধিবেশনের সমাপ্তি ভাষণে বলেন, ডাঃ ছাজেড়ের জ্ঞানগর্ভ বক্তৃতা শুনে আমি সত্যি মুগ্ধ, বিমোহিত। আরও বক্তৃতা রাখেন- চট্টগ্রাম মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডাঃ মাহফুজুর রহমান, চট্টগ্রাম বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ বদিউল আলম বাদল এবং সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের কনসালটেন্ট ডাঃ ফারহান আহমেদ ইমন। সেমিনারে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ ৩০০ মানুষ অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি
×