ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিজিটাল দেশ নির্মাণে সেমিনার

প্রকাশিত: ০৯:৪০, ৩১ মার্চ ২০১৯

ডিজিটাল দেশ নির্মাণে সেমিনার

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩০ মার্চ ॥ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার রংপুরে পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজন করা হয়। শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক এবিএম আজাদ। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী খালেদ হোসেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এনামুল হাবীব। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোঃ নুরে আলম। অংশগ্রহণ করেন, রংপুর অঞ্চলের বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ। দরিদ্রদের রিক্সা প্রদান স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বেকারত্ব দূরীকরণে এবং দারিদ্র্য বিমোচনে অসহায় ও দরিদ্রদের মাঝে ভ্যান ও রিক্সা বিতরণ করা হয়েছে। কাহারোল উপজেলার দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রদত্ত বীরগঞ্জ-কাহারোল উপজেলার অসহায় ও দরিদ্রদের মাঝে ১০টি ভ্যান ও রিক্সা বিতরণ করা হয়। শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এই ভ্যান ও রিক্সা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, বীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কালীপদ রায়, কাহারোল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজেন্দ্র দেবনাথ প্রমুখ।
×