ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এইচএসসিতে প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৯:৪০, ৩১ মার্চ ২০১৯

এইচএসসিতে প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই ॥ শিক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩০ মার্চ ॥ ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই বলে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকসহ সকলকে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দিতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার বিকেলে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অপকর্মের সঙ্গে সম্পৃক্তদের কঠোর আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গুজব ছড়ালে তা কঠোর হস্তে দমন করা হবে। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তিনি বলেন, ১০ বছরে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষার মান উন্নয়নে শুধু অবকাঠামো নয়, শিক্ষা পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন আনা হবে। দেশের শিক্ষা উন্নয়নে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা কাজ করছি। শুধু শিক্ষা ও বিজ্ঞানে নয়, শিক্ষার্থীদের মানবিকভাবেও সমৃদ্ধ হতে হবে। শিক্ষিত তরুণদের দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আগামী এক মাসের মধ্যে ননএমপিও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়া হবে বলে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষা বাতিলের কোন চিন্তা নেই। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তৃতীয় শ্রেণীতে পরীক্ষা উঠিয়ে দেয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ কাজ করছে।
×