ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুয়েটে সেমিনার

প্রকাশিত: ০৯:৩৫, ৩১ মার্চ ২০১৯

কুয়েটে সেমিনার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে শনিবার ‘ইঞ্জিনিয়ার্স পাথ টু এন্ট্রিপ্রিনিউরশিপ ইউটিলাইজিং আইটি ইনকিউবেটর’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির সহযোগিতায় সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনস্থ ডিস্্ট্যান্স লার্নিং থিয়েটারে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আমিনুল হক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ। গুণীজন সম্মাননা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ মার্চ ॥ প্রতি বছরের ন্যায় নওগাঁ লিখিয়ে সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আত্রাই উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ লিখিয়ে সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ মাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত দেশবরেণ্য কথাসাহিত্যিক ডাঃ জাকির তালুকদার। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, নওগাঁ লিখিয়ে সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ফিরোজ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান এবাদ, আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন প্রমুখ।
×