ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদ্বান হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষিত হওয়া দরকার ॥ রাবি উপাচার্য

প্রকাশিত: ০৯:২৯, ৩১ মার্চ ২০১৯

বিদ্বান হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষিত হওয়া দরকার ॥ রাবি উপাচার্য

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেছেন, ‘একাডেমিক সার্টিফিকেট আমাদের বিদ্বান করে ঠিকই কিন্তু শিক্ষিত প্রমাণ করে না। আমাদের দরকার বিদ্বানের সঙ্গে সঙ্গে শিক্ষিত হওয়া। আমরা আমাদের অর্জিত বিদ্যার মাধ্যমে যে জ্ঞান লাভ করলাম সেটা যেন আমাদের সত্যিকার অর্থে শিক্ষিত করে।’ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে লোক প্রশাসন বিভাগের রজত জয়ন্তী উদ্যাপন ও এ্যালামনাই এ্যাসোসিয়েশন গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, একজন শিক্ষিত মানুষ পরিশীলিত, মার্জিত, বিনয়ী তার আচরণের, ব্যবহারের মধ্য দিয়ে তার সহকর্মী, বন্ধু-বান্ধব, পরিবারের সদস্য, দেশবাসী উপকৃত হবে। পৃথিবীর যেখানেই যাক তার আচরণের মধ্য দিয়ে তাকেই প্রমাণ করতে হবে আসলেই সে শিক্ষিত। এটাই প্রয়োজন। আমাদের শিক্ষাকে একাগ্রতার সঙ্গে কাজে লাগাতে হবে। বিভাগের সভাপতি অধ্যাপক ড. পারভেজ আজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোঃ জাকারিয়া, বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ শামসুর রহমান, অধ্যাপক ড. প্রণব কুমার পা-ে, সহযোগী অধ্যাপক ড. মোসা. মর্জিনা বেগম প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে বিভাগের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মিলনায়তনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি শোভাযাত্রা বের করা হয়।
×