ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিডি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৯:২৩, ৩১ মার্চ ২০১৯

বিডি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৫ টাকা এবং এককভাবে ১.৮২ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৮ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৭৭ টাকায়। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ বিতরণের জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মে। -অর্থনৈতিক রিপোর্টার বনানীর অগ্নিকাণ্ডে ডিবিএর শোক বৃহস্পতিবার ঢাকার বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি শাকিল রিজভীসহ পরিচালনা পর্ষদ গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ওই অগ্নিকাণ্ডে ডিবিএ’র সদস্য মিকা সিকিউরিটিজ লিমিটেড এর কর্মকর্তা আনজির সিদ্দিক আবীরসহ ২৫ জন মারা গেছেন। এ ঘটনায় ডিবিএ’র সভাপতি শাকিল রিজভী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এবং সকল নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। -অর্থনৈতিক রিপোর্টার
×