ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ ইকোনমিক জোন নির্মাণ কাজের উদ্বোধন বুধবার

প্রকাশিত: ০৭:১২, ৩০ মার্চ ২০১৯

সিরাজগঞ্জ ইকোনমিক জোন নির্মাণ কাজের উদ্বোধন বুধবার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আগামী ৩ এপ্রিল উত্তরাঞ্চলের সর্ববৃহৎ বেসরকারি শিল্প পার্ক সিরাজগঞ্জ ইকোনমিক জোন নির্মাণ কাজের (এসইজেড) উদ্বোধন হতে যাচ্ছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ইকোনমিক জোনের উদ্বোধন করবেন। শনিবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন এ তথ্য জানান। সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে এক হাজার ৩৫ একর জমির উপর এ ইকোনোমিক জোন গড়ে তোলা হচ্ছে। ব্যক্তি মালিকানাধীন ১১টি কোম্পানির যৌথ উদ্যোগে এ অর্থনৈতিক অঞ্চলে পর্যাক্রমে ৭০০টির মতো ছোট-বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। এরইমধ্যে দেশি-বিদেশি উদ্যোক্তারা এখানে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন। ৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ রয়েছে উল্লেখ করে এসইজেড পরিচালক বলেন, এখানে পানি শোধনাগার প্ল্যান্ট, বর্জ্য পরিশোধনাগার প্ল্যান্ট ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ পরিবেশ বান্ধব সব ব্যবস্থা থাকবে। প্রস্তাবিত শিল্পখাতের মধ্যে টেক্সটাইল ও নিটওয়্যার, অ্যাগ্রোবেইজড ফুড অ্যান্ড বেভারেজ, ফার্মাসিউটিক্যাল, অটোমোবাইল, এলএনজি, চামড়াজাত পণ্য, স্টিল, ইলেকট্রনিক্স, তথ্য-প্রযুক্তি, আসবাবপত্র, বিদ্যুৎকেন্দ্র এবং রপ্তানিমুখী শিল্প খাত রয়েছে এখানে। বাণিজ্যিক উৎপাদনের প্রথম বছরে এ অর্থনৈতিক অঞ্চলে ১০ হাজার দক্ষ-অদক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। পরের ১০ বছরের মধ্যে তা বেড়ে দাঁড়াবে পাঁচ লাখেরও বেশি। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- এসইজেডের উপদেষ্টা শহীদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, জাকিরুল ইসলাম প্রমুখ।
×