ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গেরুয়াদের সঙ্গ আগেই ছাড়া উচিৎ ছিল বাবার॥ সোনাক্ষী

প্রকাশিত: ০১:৫৪, ৩০ মার্চ ২০১৯

গেরুয়াদের সঙ্গ আগেই  ছাড়া উচিৎ ছিল বাবার॥ সোনাক্ষী

অনলাইন ডেস্ক ॥ বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার কংগ্রেসে যোগ দেয়া নিয়ে সোনাক্ষী সাংবাদিকদের বলেন, আমি মনে করি, বাবা একটু বেশিই দেরি করেছেন সিদ্ধান্ত নিতে। অনেক আগেই বাবার গেরুয়াদের (বিজেপি) সঙ্গ ত্যাগ করা উচিত ছিল। অনেক জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন বলিউডের শক্তিমান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। খবর এনডিটিভির। তার মেয়ে অভিনেত্রী সোনাক্ষী সিনহা সম্প্রতি সাংবাদিকদের জানান, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে পদত্যাগ ও কংগ্রেসে যোগ দেয়ার সিদ্ধান্তের জন্য বাবা শত্রুঘ্নকে পূর্ণ সমর্থন করেন তিনি। সাংবাদিকদের সোনাক্ষী বলেন, কংগ্রেসের প্রধান রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার বিজেপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন শত্রুঘ্ন সিনহা। অনেকদিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত শাহের প্রকাশ্যে সমালোচনা করে আসছেন শত্রুঘ্ন। গত ১০ বছর ধরে বিহারের পটনায় একটি আসনের দায়িত্ব সামলেছিলেন শত্রুঘ্ন সিনহা। কিন্তু এই বছর দলের হয়ে ওই আসনে প্রার্থী হয়েছেন রবি শংকর প্রসাদ। এই ঘোষণার কয়েকদিন পরেই দল ছাড়ার সিদ্ধান্ত শত্রুঘ্ন সিনহা।
×