ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোমারিও’র চোখে মেসি-রোনাল্ডো

প্রকাশিত: ১১:৫৩, ৩০ মার্চ ২০১৯

 রোমারিও’র চোখে মেসি-রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অসামান্য সব কীর্তি গড়ে নিজেদের নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। এই বয়সেও ক্লাব ফুটবলে দাপট দেখাচ্ছেন মেসি-রোনাল্ডোরা। তবে কে সেরা? এর সহজ কোন উত্তর এখনও মেলেনি। তাদের শ্রেষ্ঠত্ব নিয়ে বিশ্ব ফুটবলে যথেষ্ট বিতর্ক রয়েছে। তবে বিশ্বকাপ জয়ী রোমারিওর ব্যক্তিগত অভিমত, লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর চেয়ে কৌশলগতভাবে এগিয়ে। শুধু তাই নয়, তাকে বেছে নিতে বললে লিওনেল মেসিকেই বেছে নিবেন বলে মত প্রকাশ করেছেন সাবেক বার্সিলোনার এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। এ প্রসঙ্গে ৫৩ বছর বয়সী রোমারিও বলেন, ‘আমি মেসিকে ভালবাসি। খেলোয়াড় হিসেবে সে অসাধারণ। কিন্তু এটাও স্বীকার করতে হবে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোও ইতিহাসের সেরা পাঁচ ফুটবলারের একজন। যদি আমাকে তাদের একজনের সঙ্গে খেলতে বলা হয় তাহলে আমি মেসির সঙ্গেই থাকব। কৌশলগতভাবে সে রোনাল্ডোর চেয়ে এগিয়ে। এটা মেসির প্রাকৃতিক উপহার।’ লিওনেল মেসি কাতালান ক্লাবে তার মিশন শুরু করেছিলেন। এখনও বার্সিলোনাতেই খেলছেন এলএম টেন। তবে রোনাল্ডোর গল্পটা ব্যতিক্রম। প্রতিনিয়তই চ্যালেঞ্জ নিতে চান সিআর সেভেন। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলেছেন তিনি। সেখান থেকে নতুন করে ঠিকানা গড়েন স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে। দীর্ঘ সময় সান্তিয়াগো বার্নাব্যুতে থাকার পর গত বছরেই মাদ্রিদ ছেড়ে দেন পর্তুগীজ সুপারস্টার। নতুন চ্যালেঞ্জ নিয়ে যোগ দেন ইতালিয়ান সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসে। এসব কারণে রোনাল্ডোকেও ভূয়সী প্রশংসা করেছেন বর্তমানে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করা রোমারিও। তিনি বলেন, ‘সে খুবই মনোযোগী ছাত্র। তার প্রতিভা নিয়ে কোন বিতর্ক নেই। সেরা হওয়ার জন্যই কাজ করে সে। আমি মনে করি, সে কাজের মাধ্যমেই তার মূল্যায়ন পেতে পছন্দ করে।’ রিয়াল মাদ্রিদ থেকে রোনাল্ডোকে দলে ভেড়ানোর মূল লক্ষ্য, উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জিততে চায় জুভেন্টাস। কিন্তু আয়াক্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচের আগে দলের প্রিয় তারকার ইনজুরি নিয়ে বেশ চিন্তিত ইতালিয়ান জায়ান্টরা। কেননা পর্তুগালের হয়ে গত সপ্তাহে ম্যাচ খেলতে গিয়ে যে উরুতে আঘাত পান রোনাল্ডো। ইনজুরির মাত্রা নির্ণয়ে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য বুধবার তুরিনে ফিরে এসেছেন সিআর সেভেন। সার্বিয়ার বিপক্ষে পর্তুগালের ১-১ গোলে ড্র হওয়া ইউরো ২০২০ বাছাইপর্বের ম্যাচটিতে ইনজুরিতে আক্রান্ত হয়ে ৩১ মিনিটে মাঠ ত্যাগ করেন রোনাল্ডো। ডান পায়ের উরুর ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয় বলে প্রাথমিক পরীক্ষায় ধরা পড়ে। ম্যাচ শেষে রোনাল্ডো বলেন, ‘আমি মোটেই চিন্তিত নই। নিজের শরীর সম্পর্কে আমার ধারণা আছে। আমি বিশ্বাস করি দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আমি ফিরে আসতে পারব।’ আগামী ১০ এপ্রিল চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আয়াক্সের মুখোমুখি হবে ইতালিয়ান জায়ান্টরা। ইতালিয়ান গণমাধ্যম সূত্রে জানা গেছে পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো ব্যক্তিগত জেটে করে বুধবার রাতে তুরিনে ফিরেছেন। জুভেন্টাসের মেডিক্যাল স্টাফদের সঙ্গে বৃহস্পতিবার সকালে দেখা করার কথা। তবে ইনজুরির কারণে এই সময়ের মধ্যে রোনাল্ডো সিরি’এ লীগের বেশ কয়েকটি ম্যাচ মিস করছেন। বিশেষ করে শনিবার এম্পোলির বিপক্ষে, ২ এপ্রিল কাগলিয়ারি ও চারদিন পর এসি মিলানের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না রোনাল্ডো। আন্তর্জাতিক বিরতি শেষে জুভেন্টাসের প্রায় সব খেলোয়াড়রই অনুশীলনে ফিরেছেন। টানা অষ্টম লীগ শিরোপা জয়ে জুভেন্টাস এবারও দারুণভাবে এগিয়ে চলেছে।
×